দীর্ঘতম রেলপথ যাত্রার তালিকার শীর্ষে রয়েছে বিবেক এক্সপ্রেস। এই রুটটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত ৪১৫৪ কিলোমিটার দূরত্ব।বিবেক এক্সপ্রেসে যেতে সময় লাগে ৭৫ ঘণ্টার বেশি।
তিরুবনন্তপুরম - শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস হল একটি সাপ্তাহিক ট্রেন। ২১ নভেম্বর ২০১৭ সালে এই রেল রুট বাড়ানো হয়, তারপর থেকেই এর নাম হয় তিরুবনন্তপুরম-শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস। প্রায় ৩৯৩২ কিলোমিটার দূরত্ব পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় ৭৬ ঘন্টা ৩৫ মিনিট।
কন্যাকুমারীর থেকে বৈষ্ণো দেবী পর্যন্ত হামসাফার এক্সপ্রেস রয়েছে দীর্ঘ ট্রেন চলাচল। ৩৭৮৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এই ট্রেন সময় নেয় প্রায় ৭৮ ঘণ্টা।
তিরুনেলভেলি থেকে বৈষ্ণো দেবী পর্যন্ত কাত্রা এক্সপ্রেসে রয়েছে দীর্ঘ ট্রেন চলাচল। ৩৬৪২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এই ট্রেন সময় নেয় প্রায় ৭১ ঘণ্টা।
ফিরোজপুর–রামেশ্বরম পর্যন্ত হামসফর এক্সপ্রেসে যেতে সময় লাগে ৬০ ঘণ্টা। দূরত্ব প্রায় ৩৫৪৪ কিলোমিটার।
নিউ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, একটি সাপ্তাহিক সুপারফাস্ট ট্রেন। যেতে সময় লাগে ৬৩ ঘণ্টা। দূরত্ব প্রায় ৩৫৪২ কিলোমিটার।
আগরতলা-এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস হল দীর্ঘমেয়াদী ট্রেনগুলোর মধ্যে একটা, যেতে সময় লাগে ৬৪ ঘণ্টা। দূরত্ব প্রায় ৩৫২৯ কিলোমিটার।