ভগবানে বিশ্বাস করুন বা না করুন, ঘুরে দেখুন ভারতের এই ৮ মন্দির...

Soumitra Sen
Oct 01,2023

কেদারনাথ মন্দির, উত্তরাখণ্ড

এই মন্দির বিখ্যাত তার ডিজাইনের জন্য। রেখা-শিখর এই ডিজাইন, একটি উত্তর ভারতীয় স্থাপত্য শিল্প।

মহাবোধি মন্দির,বিহার

বিহারের এই মন্দির উত্তর ভারতীয় স্থাপত্য মতে বানানো। মন্দিরের একদম মাঝে আছে একটি শিখর, যা এই মন্দিরকে অন্য মন্দিরের থেকে আলাদা করে।

কোণারক মন্দির, ওডিশা

কলিঙ্গ ডিজাইনের জন্য এই মন্দির বিখ্যাত। দূর থেকে দেখলে মনে হবে, যেন সাতটি ঘোড়া একটি রথ টেনে নিয়ে যাচ্ছে।

মধেরা সূর্য মন্দির, গুজরাট

মরু-গুর্জর ডিজাইন মেনে বানানো এই মন্দির, তিন ভাগে বিভক্ত – কুন্ড, সভামন্ডপ এবং গুধমন্ডপ।

বৃহদেশ্বর মন্দির, তামিলনাডু

তামিলনাডুর এই মন্দির বানিয়েছিলেন সম্রাট রাজারাজা চোল। এটি আসলে একটি দ্রাবিড়ীয় শিল্পকলা।

তুঙ্গনাথ মন্দির, উত্তরাখন্ড

পঞ্চকেদার মন্দিরের মধ্যে এটি সর্ব্বোচ্চ উচ্চতায় অবস্থিত। যদিও বা এই মন্দিরটি খুব একটা বড়ো নয়, তবে এই স্থাপত্য খুবই ঐতিহাসিক।

কৈলাশনাথ মন্দির, মহারাষ্ট্র

এই শিব মন্দির অপূর্ব স্থাপত্য কলার নজির রাখে। মন্দিরটি অনন্য কারন, এটি একটিমাত্র পাহাড় কেটে বানানো।

রামেশ্বর মন্দির, তামিলনাডু

এই মন্দিরটি, একটি দ্বীপের ওপর প্রতিষ্ঠিত। শিল্পকলার সঙ্গে সঙ্গে এটিও একটি কারন ভক্তদের ভিড় করার।

VIEW ALL

Read Next Story