নয়া নিয়ম...

বার্থ সার্টিফিকেট নিয়ে নয়া নিয়ম!

SUDESHNA PAUL
Sep 15,2023

এক বার্থ সার্টিফিকেটেই কামাল!

এবার থেকে শুধুমাত্র বার্থ সার্টিফিকেটেই হবে আধার থেকে পাসপোর্ট।

রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩

গত অগস্ট মাসে বাদল অধিবেশনের সময় 'রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩' সংসদে পাশ হয়।

স্কুল-কলেজে ভর্তি

এই বিল অনুযায়ী, শুধু বার্থ সার্টিফিকেট দিয়েই এবার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে।

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে শুধু বার্থ সার্টিফিকেট দিয়েই।

ভোটার তালিকা

ভোটার তালিকা তৈরিতে কাজে লাগবে বার্থ সার্টিফিকেট।

আধার কার্ড

আধার পেতে সাহায্য করবে বার্থ সার্টিফিকেট।

বিয়ের রেজিস্ট্রেশন

শুধু বার্থ সার্টিফিকেট দিয়েই বিয়ের রেজিস্ট্রেশন করা যাবে।

সরকারি চাকরি

সরকারি চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে বার্থ সার্টিফিকেট।

১ অক্টোবর থেকে নয়া নিয়ম

সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকেই কার্যকর হবে এই নয়া নিয়ম।

VIEW ALL

Read Next Story