ভারতের পতাকাকে অনেকেই বলেন ‘তিরঙ্গা’, যার অর্থ তিনটে রঙ।
প্রতি বছর ডিসেম্বর মাসের ৭ তারিখ পালন করা হয় ভারতীয় জাতীয় পতাকা দিবস।
ভারতীয় পতাকাতে মোট ৪ টি রঙ আছে, ওপর থেকে নীচের দিকে থাকে কেসরী, সাদা, সবুজ এবং মাঝে থাকে নীল অশোক চক্র।
ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া।
ভারতের জাতীয় পতাকা দৈর্ঘ্য এবং প্রস্থে ৩:২ মাপের।
১৯৪৭ সালের ২২ জুলাই আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করা হয়।
জয়শালমেরের মিলিটারি স্টেশনে বিশ্বের সবচেয়ে বড় খাদি জাতীয় পতাকা আছে, যা ২২৫ ফিট লম্বা এবং ১৫০ ফিট চওড়া।
ভারতের পতাকায় থাকা অশোক চক্রে মোট ২৪ টি দাগ থাকে।
কর্ণাটকের খাদি গ্রামোদ্যোগ সমযুক্ত সংঘ ভারতের জাতীয় পতাকা বানায়।