পাশাপাশি, জয়শংকর এটাও উল্লেখ করেছেন যে, আফ্রিকান ইউনিয়নের জি-২০ সদস্যপদ একটা বড় পাওনা।
১) গ্রিন ডেভেলপমেন্ট প্য়াক্ট, ২) অ্যাকশন প্ল্যান অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (সামগ্রিক উন্নতির লক্ষ্যে কর্মসূচি), ৩) হাই লেভেল প্রিন্সিপলস্ অন অ্যান্টি কোরাপশন (দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ), ৪) সাপোর্ট ফর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিজিটাল পাবলিক পরিকাঠামোর জন্য সাপোর্ট), ৫) রিফর্ম অফ মাল্টিল্যাটেরাল ডেভেলপমেন্ট ব্যাংকস (মাল্টিল্যাটেরাল ডেভেলপমেন্ট ব্যাংকস সংস্কার)।
বিদেশমন্ত্রী এস জয়শংকর জি-২০ সম্মেলন থেকে ভারতের ৫ প্রাপ্তির কথা জানিয়েছেন।
দিল্লিতে জি-২০ সম্মেলন। সেই জি-২০ সম্মেলন থেকে ভারত কী পেল?