৬৮-তে তৃতীয় বিয়ে

২০২০ সালে প্রথম স্ত্রী মীনাক্ষীকে ডিভোর্স দেন সালভে। তারপর বিয়ে করেছিলেন ক্য়ারোলিন ব্রোসার্ডকে। এবার তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে।

SUDESHNA PAUL
Sep 04,2023

বিয়েতে 'ফেরার' ললিত মোদী

এমনকি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান 'ফেরার' ললিত মোদী ও তাঁর গার্লফ্রেন্ড উজ্জ্বলা রাউত। রীতিমতো ছবিও তোলেন যুগলে।

বান্ধবী টিনাকে বিয়ে

ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বান্ধবী টিনার সঙ্গে মালাবদল ও রেজিস্ট্রি পর্ব সারেন হরিশ সালভে।

বিয়েতে আমন্ত্রিতরা

লন্ডনে বসেছিল বিয়ের আসর। বিয়েতে উপস্থিত ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী নীতা আম্বানি। উপস্থিত ছিলেন সুলীন মিত্তর, এল এন মিত্তল, এস পি লোহিয়া ও গোপি হিন্দুজাও।

তৃতীয় বিয়ে সালভের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন ৬৮-র তরুণ তুর্কী ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে।

VIEW ALL

Read Next Story