২০২০ সালে প্রথম স্ত্রী মীনাক্ষীকে ডিভোর্স দেন সালভে। তারপর বিয়ে করেছিলেন ক্য়ারোলিন ব্রোসার্ডকে। এবার তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে।
এমনকি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান 'ফেরার' ললিত মোদী ও তাঁর গার্লফ্রেন্ড উজ্জ্বলা রাউত। রীতিমতো ছবিও তোলেন যুগলে।
ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বান্ধবী টিনার সঙ্গে মালাবদল ও রেজিস্ট্রি পর্ব সারেন হরিশ সালভে।
লন্ডনে বসেছিল বিয়ের আসর। বিয়েতে উপস্থিত ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী নীতা আম্বানি। উপস্থিত ছিলেন সুলীন মিত্তর, এল এন মিত্তল, এস পি লোহিয়া ও গোপি হিন্দুজাও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন ৬৮-র তরুণ তুর্কী ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে।