ওয়ার্ল্ড টপ ফুড ডেস্টিনেশনের তালিকায় আছে কলকাতা। কলকাতার মধ্যে অন্যতম আবার নিউ মার্কেট। এখানের স্ট্রিট ফুডের যা ভ্যারাইটি, তা আপনি একদিনে খেয়ে শেষ করতে পারবেন না।
বিরিয়ানি থেকে শুরু করে কাবাব, সঙ্গে পাবেন সিঙ্গারাও। বেঙ্গালুরুর এই জায়গা আপনাকে কোনও ভাবেই নিরাশ করবে না।
আহমেদাবাদের আঞ্চলিক খাবার খেতে চাইলে, এই জায়গাই আপনার প্রথম পছন্দ হওয়া উচিৎ। ধোকলা থেকে ধোসা, সবই পাবেন এখানে।
মজার ব্যাপার হল, ভদোদরার এই বাজার, সারারাত খোলা থাকে। কম দামে ভালো খাবার চাইলে যেতে পারেন এখানে।
ওয়ানটন, মোমো, নুডলস্ ইত্যাদি উত্তর ভারতীয় খাবার যদি ভালোবাসেন, এই জায়গাই শ্রেষ্ঠ।
ইন্দোরের এই স্ট্রিট ফুড বাজারও, সারারাত খোলা থাকে। এখানের সবথেকে বিখ্যাত খাবার হলো জালেবা, যা আসলে একটি বড়ো মাপের জিলিপি।
মুম্বই -এর এই স্ট্রিট ফুড রোডে আপনি খেয়ে দেখতে পারেন ফিরনি, বিভিন্ন ধরনের কাবাব, মালপোয়া, নিহারি এবং আরও অনেক রকমের জিনিস।
যোধপুরের আঞ্চলিক খাবারের জন্য এই জায়গা বিখ্যাত। সঙ্গে পাবেন সিঙ্গারা, মিরচি বড়া ও বিভিন্ন ধরনের মিষ্টি।
দিল্লির বিখ্যাত পানিপুরি এবং কচুরি খাওয়ার জন্য ঘুরে আসতে পারেন কনোট প্লেস। তাছাড়াও এখানে আছে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দোকান।