বাড়ছে বাঘ

Soumitra Sen
Jul 29,2024

বন্দিপুর

ভারতে অনেক টাইগার রিজার্ভ। তবে, এর মধ্যে প্রাচীনত্বের নিরিখে বিশিষ্ট অরণ্যাঞ্চল রয়েছে বেশ কয়েকটি। ১৯৭৩ সালে প্রথম এ বিষয়ে পদক্ষেপ করা হয়। কর্ণাটকে তৈরি হয় বন্দিপুর টাইগার রিজার্ভ।

করবেট

১৯৭৩ সালেই উত্তরাখণ্ডে (তৎকালীন উত্তর প্রদেশে) তৈরি হয় করবেট টাইগার রিজার্ভ।

কানহা

আবার ওই বছরেই মধ্যপ্রদেশে প্রতিষ্ঠিত হয় কানহা টাইগার রিজার্ভ।

মানস

অসমে তৈরি হয় মানস টাইগার রিজার্ভ। মানস অপূর্ব সুন্দর অরণ্যাঞ্চল।

মেলঘাট

১৯৭৩ সালে মহারাষ্ট্রে তৈরি হয় মেলঘাট টাইগার রিজার্ভ।

পালামৌ

ওই বছরেই ঝাড়খণ্ডে তৈরি হয় পালামৌ টাইগার রিজার্ভ।

রণথম্ভোর

রাজস্থানে প্রতিষ্ঠা করা হয় রণথম্ভোর টাইগার রিজার্ভ।

সিমলিপাল

ওডিশার সিমলিপাল খুবই চর্চিত এক বনাঞ্চল। এখানকার টাইগার রিজার্ভ পর্যটকদের কাছে বরাবরের আকর্ষণ।

সুন্দরবন

বিশ্বের অন্যতম সেরা রেইন ফরেস্ট পশ্চিমবঙ্গের সুন্দরবন টাইগার রিজার্ভ।

পেরিয়ার

কেরালার পেরিয়ার টাইগার রিজার্ভও ভারতের অন্যতম সেরা বনাঞ্চল। সব চেয়ে চিত্তাকর্ষক খবর হল ভারতে এই বিগ ক্যাটের সংখ্যা ঊর্ধ্বমুখী।

VIEW ALL

Read Next Story