২০২৩-এ চন্দ্রযান ৩-এর অবিশ্বাস্য সফলতা পর ইসরোর আগামী দিনের পরিকল্পনার দিকে সবাই চেয়ে রয়েছে। জেনে নিন, ইসরোর আসন্ন সব মিশনের সম্পর্কে।
চলতি বছরের ২৮ ডিসেম্বর ইসরো লঞ্চ করতে চলেছে এক্স-রে পলিমিটার স্যাটেলাইট, যার সাহায্যে কসমিক এক্স-রে সম্পর্কে জানতে পারা যাবে।
শুক্র গ্রহের আবহাওয়া সম্পর্কে জানতে, ইসরোর পরবর্তী মিশন এটি। ২০২৪ সালের শুরুর দিকেই লঞ্চ করা হবে।
লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন চাঁদের দক্ষিণ মেরু পর্যবেক্ষণের জন্য ২০২৫ সালে পাঠানোর কথা ভাবছে ইসরো।
অ্যাস্ট্রোস্যাট ২ ইসরোর ভাবনায় ভারতের দ্বিতীয় মাল্টি ওয়েভলেন্থ স্পেস টেলিস্কোপ। এটিও ২০২৫-এই লঞ্চ করার ভাবনায় আছে ইসরো।
মারস অরবিটার মিশন ২ বা মঙ্গলযান ২, ২০২৬ সালে লঞ্চ করার ভাবনায় আছে ইসরো।
ভারতীয় অন্তরিক্ষ স্টেশন পৃথিবীর ঠিক ৪০০ কিমি উপর থেকে প্রদক্ষিণ করবে। ২০৩৫ সালের শেষের দিকে এই স্টেশন লঞ্চের ভাবনায় আছে ইসরো।
২০২৪ এর শুরুতেই মানুষ সহ ওরবিটাল স্পেসক্রাফ্টের প্রথম ফ্লাইট টেস্ট হবে, যা গগনযান ১ নামে পরিচিত।
গগনযান ১ এবং ২-এর পর, অবশেষে ২০২৬ সালে গগনযান ৩ মানুষ সহ স্পেসে পাঠানো হবে।