লালু-কেজরির প্রস্তাব

লালু প্রসাদ যাদব প্রস্তাব রাখেন, বিরোধী I.N.D.I.A জোটের প্রচার শুরু হোক পাটনা থেকে। অরবিন্দ কেজরিওয়াল বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে আসন বণ্টন বিষয়টি চূড়ান্ত হোক।

SUDESHNA PAUL
Sep 01,2023

নৈশভোজে মমতার প্রস্তাব

শুক্রবারের বৈঠকের আগে বৃহস্পতিবার রাতে শরদ পাওয়ারের আমন্ত্রণে নৈশভোজে মিলিত হন বিরোধী নেতৃত্ব। সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রস্তাব রাখেন, ২ অক্টোবর রাজঘাট থেকে প্রচার শুরু হোক।

তৃতীয় বৈঠক I.N.D.I.A-র

ইন্ডিয়ার জোটের প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয়টি হয় বেঙ্গালুরুতে। তৃতীয় বৈঠক হচ্ছে মুম্বইয়ে।

উই আর ফাইটিং....

বৈঠক শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'উই আর ফাইটিং ফর দা বেস্ট ফর ইন্ডিয়া।' বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, 'আমার ভারতের সবথেকে ভালোর জন্য লড়াই করছি।'

সোনিয়াকে বরণ মমতার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ে শুরু হয়েছে I.N.D.I.A জোটের তৃতীয় বৈঠক। সোনিয়া গান্ধীকে উত্তরীয় পরিয়ে বরণ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

VIEW ALL

Read Next Story