বিরাট কোহলি

আইপিএলের ইতিহাসে সবথেকে ধীর গতিতে বা সবথেকে বেশি সময় নিয়ে সেঞ্চুরি করেছে বিরাট কোহলি।

Subhapam Saha
Apr 07,2024

বিরাট কোহলি

কোহলি মোট ৬৭ বলে তাঁর এই সেঞ্চুরি শেষ করে, এই আইপিএলের ইতিহাসে যৌথ ভাবেও সবথেকে ধীরে করা সেঞ্চুরি।

মনীষ পান্ডে

কোহলির পাশাপাশি তালিকার প্রথমেই জায়গা করে নিয়েছেন মনীষ পান্ডে।

মনীষ পান্ডে

তিনিও বিরাট কোহলির মতো ৬৭ বলে সেঞ্চুরি করে সবচেয়ে ধীরে সেঞ্চুরি করার তালিকায় জায়গা করে নিয়েছে।

জস বাটলার

রাজস্থান রয়্যালসের ওপেনিং ব্যাটসম্যানও আছেন এই তালিকায়, সে ৬৬ বলে সেঞ্চুরি করেছিলেন।

জস বাটলার

২০২২ সালে মুম্বই ইন্ডিয়ানসের বিপক্ষে সে এই রান করে তালিকায় জায়গা করে নিয়েছিলেন।

ডেভিড ওয়ার্নার

দিল্লি ক্যাপিটালসের ওপেনিং ব্যাটসম্যানও আছেন এই তালিকায়, সে ৬৬ বলে সেঞ্চুরি করেছিলেন।

ডেভিড ওয়ার্নার

২০১০ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সে এই রান করে তালিকায় জায়গা করে নিয়েছিলেন।

সচীন তেন্ডুলকর

তালিকায় আছেন এই বিখ্যাত খেলোয়াড়ও, তিনিও ৬৬ বলে সেঞ্চুরি করেছিলেন।

VIEW ALL

Read Next Story