আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। এই প্রতিবেদনে জানাব সবচেয়ে বেশী উইকেট নেওয়া বোলারদের ব্যাপারে।

Soumitra Sen
Sep 25,2023

১৯৭৫: গ্যারি গিলমোর

১৯৭৫ সালের বিশ্বকাপে ১১টি উইকেট নিয়ে, তালিকার প্রথমেই আছেন অস্ট্রেলিয়ার গিলমোর।

১৯৭৯: মাইক হেন্ড্রিক

ইংল্যান্ডের মাইক হ্যান্ড্রিক ১৯৭৯ সালে সর্বাধিক ১০টি উইকেট নিয়ে নজর কারেন।

১৯৫৩: রজার বিনি

বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট, ১৯৮৩ সালে ১৮টি উইকেট নিয়ে তালিকার প্রথমে জায়গা করে নেয়।

১৯৮৭: ক্রেগ ম্যাকডারমট

ক্রেগ ম্যাকডারমট, ১৯৮৭ সালের বিশ্বকাপে ৮টি ম্যাচে ১৮ টি উইকেট নিয়ে নজর কারেন।

১৯৯২: ওয়াসিম আক্রম

১৯৯২ সালের বিশ্বকাপে ১৮ টি উইকেট নিয়ে আক্রম নিজেকে, সেরার সেরা প্রমাণ করেন।

১৯৯৬: অনিল কুম্বলে

কুম্বলে ১৯৯৬ এর বিশ্বকাপে ১৫ টি উইকেট নিয়ে তালিকার প্রথমে জায়গা করে নেন।

১৯৯৯: জিওফ অ্যালট

এই নিউজিল্যান্ড বোলার ১৯৯৯ সালের বিশ্বকাপে ৯টি ম্যাচে মোট ২০টি উইকেট নেন।

২০০৩: চামিন্ডা ভাস

২০০৩ সালের বিশ্বকাপে সর্বাধিক ২৩ টি উইকেট নিয়ে নজর কারেন।

২০০৭: গ্লেন ম্যাকগ্রা

সর্বকালের সেরা ম্যাকগ্রা মোট ২৬ টি উইকেট নিয়ে ২০০৭ সালের বিশ্বকাপে নজর কারেন।

২০১১: শাহিদ আফ্রিদি

২০১১ সালের বিশ্বকাপে ২১টি উইকেট নিয়ে, আফ্রিদি সারা ফেলে দেয়।

২০১৫/২০১৯: মিচেল স্টার্ক

২০১৫ সালের বিশ্বকাপে ২২ টি এবং ২০১৯ সালের বিশ্বকাপে ২৭টি উইকেট নিয়ে তালিকার শীর্ষে মিচেল স্টার্ক।

VIEW ALL

Read Next Story