লোকসভা ভোট দোরগোড়ায়। ২ দিন সফরে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরামবাগে জনসভায় সন্দেশখালির প্রসঙ্গ তুলে নিশানা করলেন তৃণমূলকে।
সভায় উপস্থিত মানুষের কাছে মোদী জানতে চান, 'আপনারা কি এই তৃণমূলকে ক্ষমা করবেন? যাঁরা মা, বোনদের সঙ্গে এরকম করেছে তাদের বদলা নেবেন না'?
এদিকে লোকসভা ভোটে মুখে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়াচ্ছে তৃণমূল।
১ বছর ধরে আন্দোলন চলছে লাগাতার। ১০ মার্চ ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছেন রাজ্যর শাসকদল।
আরামবাগের সভায় মোদী বলেন, 'ঝরিয়া, রানীগঞ্জ কোলফিল্ড প্রজেক্ট ৬ বছর আগে শুরু হয়। কিন্তু এই সরকার এটি এগোতে দিচ্ছে না।'
মোদীর আরও বক্তব্য, 'পশ্চিমবঙ্গের জন্য ৪৫ লক্ষ বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু বাংলার তৃণমূল সরকার ঘর বানাতে নানাভাবে বাধা দিচ্ছে'
lতিনি বলেন, 'বিজেপির নেতারা মা বোনদের জন্য লড়াই করেছেন, লাঠি খেয়েছেন। বিজেপির চাপে শাহাজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।'
সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বৈঠক সেরেছেন তিনি।