'আমাদের সংস্কৃতি একই'। স্পেনের শিল্পপতিদের বাংলার আসার আহ্বান জানালেন মুখ্য়মন্ত্রী।
'পিকাসোর নাম কে না জানে! ছবি এঁকে মাধ্যমে সারা পৃথিবী জয় করা যায়। লা লিগা, সবাই জানে।
'যখন বিশ্বকাপ হয়, আমাদের সবাই হয় রোনাল্ডো নয়তো মেসিকে দেখে। মেসি সম্প্রতি কলকাতায় গিয়েছিল'।
'লা লিগা ইতিমধ্যেই বলেছে, বাংলায় ২-১ মাসের মধ্যেই ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে'।
'শচিন তেন্ডুলকর, কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, কে না তাদের নাম জানে'।
'আমার টিমে রয়েছে বাংলায় ৩ ক্লাব। মহমেডান, ইস্টবেঙ্গল আর মোহনবাগান'।
'আমি স্পেনকে ভালোবাসি', মাদ্রিদে শিল্প সম্মেলনে বললেন বাংলার মুখ্যমন্ত্রী।
মাদ্রিদের মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্প সম্মেলনে হাজির সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
মাদ্রিদের স্পেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।