হাওড়ায় হাহাকার!

এবার হাওড়া

শিয়ালদহের পর এবার হাওড়া। ফের যাত্রীভোগান্তির দিন আসছে।

পূর্বের গতিকেন্দ্র

পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হাওড়া। বাকি ভারতের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগরক্ষার ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ ভূমিকা।

নিত্য-ঝক্কি

এহেন হাওড়ায় মাঝে-মাঝেই নিত্যযাত্রীদের নানা ঝক্কির মধ্যে পড়তে হয়।

সাউথ-ইস্টার্নে

যেমন, এবারেও পড়তে হবে। কেননা এবার আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে।

এবার আন্দুলে

আন্দুল স্টেশন সাউথ-ইস্টার্ন রেলওয়ের গুরুত্বপূর্ণ জংশন স্টেশন।

২২ থেকে ১

এখানে আগামী ২২ জুন থেকে ১ জুলাই, এই দশদিন ধরে চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ।

বাতিল

আর এখানে এই দিনগুলিতে এই কাজ চলাকালীন বাতিল থাকবে একাধিক ট্রেন।

১৬৬+৩২

বাতিল থাকবে মেদিনীপুর-হাওড়া লোকাল সহ খড়্গপুর ডিভিশনের মোট ১৬৬টি লোকাল ট্রেন। বাতিল করা হয়েছে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেনও।

ব্যাহত যাত্রা

অন্য দিকে, এই ১০ দিনে ১১ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, বা ঘোরানো হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৩ জোড়া এক্সপ্রেস ট্রেনের এবং সময় পরিবর্তন করা হয়েছে ৮ জোড়া এক্সপ্রেস ট্রেনের।

VIEW ALL

Read Next Story