এটি একটি অপটিক্যাল ইলিউশন-- পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের অংশে থাকা বরফ স্ফটিকে সূর্যের আলোর প্রতিসরণের কারণেই তৈরি হয় এমন বলয়।
তবে মহাকাশ বিশেষজ্ঞেরা বলছেন, সূর্যের চারিদিকে এরকম বলয় দেখা যায় এবং তা সাধারণত বর্ষাকালেই দেখা যায়।
দর্শকেরা জানাচ্ছেন, তাঁরা কেউই মহাকাশ-বিশেষজ্ঞ নন, তাঁরা জানেন না, ঠিক কী কারণে এরকমটা ঘটেছে।
সূর্যকে ঘিরে মেঘের বিশাল রঙিন বৃত্ত-- গুসকরায় সোমবার এই দৃশ্য দেখা গিয়েছে।
সূর্যের বলয় দেখা গেল পূর্ব বর্ধমানের আউশগ্রামে। দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়েছে, যা দেখে অনেকেই উচ্ছ্বসিত।