অপটিক্যাল ইলিউশন

এটি একটি অপটিক্যাল ইলিউশন-- পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের অংশে থাকা বরফ স্ফটিকে সূর্যের আলোর প্রতিসরণের কারণেই তৈরি হয় এমন বলয়।

Soumitra Sen
Aug 22,2023

বর্ষাকালেই বলয়

তবে মহাকাশ বিশেষজ্ঞেরা বলছেন, সূর্যের চারিদিকে এরকম বলয় দেখা যায় এবং তা সাধারণত বর্ষাকালেই দেখা যায়।

কী কারণে এমন?

দর্শকেরা জানাচ্ছেন, তাঁরা কেউই মহাকাশ-বিশেষজ্ঞ নন, তাঁরা জানেন না, ঠিক কী কারণে এরকমটা ঘটেছে।

মেঘের রঙিন বৃত্ত

সূর্যকে ঘিরে মেঘের বিশাল রঙিন বৃত্ত-- গুসকরায় সোমবার এই দৃশ্য দেখা গিয়েছে।

বর্ধমানের আউশগ্রামে

সূর্যের বলয় দেখা গেল পূর্ব বর্ধমানের আউশগ্রামে। দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়েছে, যা দেখে অনেকেই উচ্ছ্বসিত।

VIEW ALL

Read Next Story