কলকাতার ক্ষেত্রেও বৃষ্টির পরিমাণ কমবে। ২২ তারিখের পর থেকে কলকাতা ও বৃষ্টির পরিমাণ বাড়বে।
২২,২৩,২৪ তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে গরমজনিত অস্বস্তি বজায় থাকবে।
ওদিকে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি কম থাকবে।
ভারী বৃষ্টিতে নদীর জলস্তর আবার বাড়বে। ফলে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা ২১ তারিখ থেকে। ২৪, ২৫ ও ২৬ তারিখ উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : মৌসুমী অক্ষরেখা আবারও উত্তরের দিকে সরবে। ফলে ২১ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ২৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।