দৈনন্দিন জীবন

আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু অ্যাপ ব্যবহার করি যেগুলি ছাড়া আমাদের জীবন হয়ে যাবে একঘেয়ে।

অচল

শুধুমাত্র একঘেয়ে নয়, তারমধ্যে থেকে কিছু অ্যাপ না থাকলে আমরা হয়ে যাব অচল। জেনে নিন, তালিকায় আছে কী কী।

ফেসবুক

তালিকার প্রথমেই আছে ফেসবুক। ২০২৪-এ ২০ পূর্ণ করলো এই অ্য়াপ। আমরা অনেকেই দিন শুরু করি এই অ্য়াপের সঙ্গে।

ওলা

২০২৪-এ ১৪-এ পা দিল ওলা। ২০১০ সালের ৩ ডিসেম্বর শুরু হয়েছিল এই অ্যাপের পথ চলা। আজ এই অ্য়াপ নিজেই সকলের পথ চলার সঙ্গী।

টুইটার(বর্তমানে এক্স)

২০০৬ সালের এই অ্যাপটি পথ চলা শুরু করে, চলতি বছরে ১৮-তে পা দিল এক্স। বহু তারকা এই অ্যাপ ব্যবহার করেন।

গুগল

বর্তমান সময়ে আমাদের কোনও বিষয়ে কোনও জিজ্ঞাস্য থাকলে আমরা আগেই এই অ্যাপ খুলি। ১৯৯৮ সালে পথ চলা শুরু করে গুগল। ২৬-এ পা দিল এই অ্যাপ।

নেটফ্লিক্স

বর্তমানে তরুণদের বিশেষ পছন্দ নেটফ্লিক্স। তবে নেটফ্লিক্সের পথ চলা শুরু ২৭ বছর আগে ১৯৯৭ সালে।

অ্যামাজন

বয়সের দিক থেকে গুগলকেও হারাবে অ্যামাজন। ১৯৯৪ সালে শুরু হয় এই অ্যাপ, বর্তমানে বয়স ৩০।

উবের

ওলার মতো সাদারণ মানুষের পথ চলার সঙ্গী হিসেবে থেকেছে এই অ্যাপও। ২০০৯ সাল থেকে এই অ্যাপের পথ চলা শুরু হয়।

চ্যাট জিপিটি

সবে দুইয়ে পা দিল এই অ্যাপ, ২০২২-এ পথ চলা শুরু করে এই অ্য়াপ। বর্তমানে সকলের প্রথম পছন্দ এই অ্য়াপ।

VIEW ALL

Read Next Story