বর্তমানে স্প্যাম ম্যাসেজের জন্য আমরা অনেকেই সমস্যার সম্মুখীন হই। অকারণেই আমাদের স্টোরেজ ভরে যায়।
তবে সেই সমস্যার হাত থেকে বাঁচার বেশ কিছু উপায় আছে। জেনে নিন ৭ কৌশল।
স্প্যাম ম্যাসেজ থেকে নিজেকে বাঁচাতে প্রথমেই এই ধরনের অ্যাকাউন্ট গুলো রিপোর্ট করুন।
বহু ক্ষেত্রে এই ধরনের স্প্যাম ম্যাসেজের জন্য আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তাই পারলে এই ধরনের অ্যাকাউন্ট গুলি ব্লক করে দিন।
প্রথমেই সব জায়গায় নিজের ইমেল আইডি দিয়ে দেবেন না। নিজেদের প্রাইভেসি বজায় রাখার চেষ্টা করুন।
অনেক সময় আমরা কোনও অ্যাপ ব্যবহারের সময় নিজেদের ইমেল থেকে সাবস্ক্রাইব করি, পারলে সেই সেই সব জায়গা থেকে নিজের আইডি আনসাবস্ক্রাইব করুন।
কোনও ভাবে ডার্ক ওয়েবে আপনার ইমেল দেওয়া থাকলে, আপনার উচিত পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া উচিত।
একটি দ্বিতীয় ইমেল আইডি রাখুন, যেটি আপনি সব জয়গায় দিতে পারবেন অথচ আপনার সেই ভাবে দরকার পড়বে না।
এবং সব শেষে নিজের সময় একটু হলেও খরচা করে স্প্যাম মেসেজ গুলি ডিলিট করুন।