সাম্প্রতিক সময়ে টেকলজির উন্নতি সকলের নজর কেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আমেদেরও উচিত এই নতুন টেকনলজি গ্রহণ করা।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ইন্টারনেট অফ থিংগস (IoT)-এর সাহায্যে সাম্প্রতিক সময়ে উন্নততর রান্নাঘর এবং বাথরুম বানাতে পারেন।
কোভিডের পরবর্তী সময় থেকে আমরা স্বাস্থ্যের দিকে অধিক নজর রাখি। তাই বাড়িতে লাগাতে পারেন টেক ফ্রেন্ডলি তালা।
আজকাল আমরা বাড়ি তৈরীর সময় অনেক টাকাই খরচা করি, তাই লাগাতেই পারেন স্মার্ট থার্মোমিটার। যা ফোনের সাহায্যেই আপনার বাড়ির তাপমাত্রা পরিবর্তন করতে পারবেন।
স্বাস্থ্যের দিকে নজর রাখতে চাইলে বাড়িতে এয়ার পিউরিফায়ার রাখুন। দূষিত বাতাস থেকে আপনার শরীরকে সুরক্ষিত রাখবে এই যন্ত্র।
শরীর সচেতন হলে ব্যবহার করতে পারেন স্মার্ট ট্রেনার অ্য়াপ, যা বাড়িতেই আপনাকে শরীর চর্চা করতে সাহায্য করবে।
বাড়িকে নিরাপদ রাখতে হলে লাগিয়ে ফেলুন ওয়্য়ারলেস সিকিউরিটি ক্যামেরা। এবার যে কোনও জায়গা থেকেই রাখতে পারবেন বাড়ির উপর নজর
সাম্প্রতিক সময়ে ইন্টারনেট ছাড়া সব কিছুই অকোজো। তাই বাড়িতে লাগাতে ভুলবেন না ওয়াই-ফাই কানেকশন।
নিরাপত্তা বাড়াতে লাগাতে পারেন স্মার্ট সিকিউরিটি সিস্টেমও। বাড়িকে সুরক্ষিত রাখতে এর জুরি মেলা ভার।