Huawei Mate 60 Pro ফোন এখন চিনে হুয়াওয়ের রিটেইল স্টোরে মিলছে। তবে গ্লোবাল মার্কেটে কবে আসবে তা জানা যায়নি।
ট্রিপল-রিয়ার ক্যামেরা মডিউলের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট-সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ওআইএস লেন্স রয়েছে। এছাড়াও ফোনের সামনে এইচডিআর সাপোর্ট-সহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
Huawei Mate 60 Pro তে আপনি স্যাটেলাইট কলিং -এর সুবিধা পাবেন, যা ব্যবহার করে আপনি খুব সহজেই নেটওয়ার্ক ছাড়া কথা বলতে পারবেন।
এই ফোনে ১ থেকে ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং ১,৪৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং-সহ ৬.৮২ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড এলটিপিও ডিসপ্লে রয়েছে।
Huawei Mate 60 Pro-স্মার্টফোন আসলে একটি স্যাটেলাইট স্মার্টফোন যা যা স্যাটেলাইট কলিং ফিচার সাপোর্ট করে।