আন্তর্জাতিক জেব্রা দিবস

প্রতি বছর সারা বিশ্ব জুড়ে, ৩১ জানুয়ারি আন্তর্জাতিক জেব্রা দিবস পালন করা হয়।

SUDESHNA PAUL
Jan 31,2024

পরিবেশের অবনতি

পরিবেশের অবনতি এবং মানুষের জনসংখ্যা বৃদ্ধির কারণে এই প্রাণীগুলি ক্রমশ হারিয়ে যাচ্ছে।

সংরক্ষণ

পৃথিবীতে জেব্রার সংরক্ষণ সম্পর্কে সকলকে সতর্ক করার জন্যই এইদিন উদযাপন করা হয়।

পরিবেশগত ভারসাম্য

আন্তর্জাতিক জেব্রা দিবস শুধুমাত্র জেব্রাদের সৌন্দর্য এবং স্বতন্ত্রতা স্বীকার করার জন্য নয় বরং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে তাদের ভূমিকা বোঝার জন্যও।

গ্রেভি'স জেব্রা

বর্তমানে বন্য অঞ্চলে তিনটি ভিন্ন প্রজাতির জেব্রা বাস করে: গ্রেভি'স জেব্রা, সমতলের জেব্রা এবং পার্বত্য এলাকার জেব্রা।

বিপন্ন

গ্রেভি'স জেব্রা বিপদগ্রস্ত প্রজাতির লাল তালিকা অনুসারে গুরুতরভাবে বিপন্ন। এই প্রজাতির জেব্রা সংরক্ষণ খুবই দরকারি।

আফ্রিকান ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশন

আফ্রিকান ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশন গত তিন দশকে গ্রেভি’স জেব্রা সংখ্যায় ৫৪ শতাংশ হ্রাস হয়েছে বলে রিপোর্ট করেছে।

আবাসস্থল

কেনিয়া এবং ইথিওপিয়ার আধা-মরুভূমি অঞ্চল এবং নামিবিয়া, অ্যাঙ্গোলা এবং দক্ষিণ আফ্রিকার পাহাড়ি অঞ্চলগুলি জেব্রা জনগোষ্ঠীর আবাসস্থল।

অবদান

জেব্রা সংরক্ষণে নিজের অবদান রাখুন এবং তাঁদের সংরক্ষণে নিজেও সতর্ক হন এবং অন্যকেও সতর্ক করুন।

VIEW ALL

Read Next Story