খুব ছোট রানওয়ে, চারদিকে উঁচু পাহাড়, ল্যান্ড করা চ্যালেঞ্জিং।
সমুদ্রে থেকে মাত্র কয়েক মিটার পর থকেই শুরু এর রানওয়ে।
আরব সাগরের সরু ভূখণ্ডের উপরে তৈরি এর রানওয়ে। চার দিকে জল। ভুল করার কোনও সুযোগ নেই।
চারদিকে পাহাড় ছোট রানওয়ে। ল্যান্ড করার সময়ে বাতাসের সঙ্গে লড়তে হয়।
চারদিকে পাহাড়, স্টিফ অ্যাপ্রোচ রয়েছে এর রানওয়েতে।
প্রবল বাতাস দেয়, ঘন ঘন আবাহায়ার বদল হয়, ল্যান্ডিংয়ের জন্য বিপজ্জনক।
রানওয়েতে স্লোপ বেশি। এলাকাটি স্কি রিসর্ট হিসবে পরিচিত। বেশিরভাগ সময়ে তুষার থাকে।
দুনিয়ার এটি এমন একটিএয়ারপোর্ট যার রানওয়ে হাইওয়ে হিসেবেও ব্যবহার হয়।
আন্টার্টিকার এই বিমানবন্দরটি একমাত্র গ্রীষ্মে খোলা হয়, ব্যবহার হয় গবেষণার কাজে।