নাসা

নাসা (NASA) -র নতুন রিপোর্ট অনুযায়ী, নিউইয়র্ক শহরটি আস্তে আস্তে বসে যাচ্ছে।

Soumitra Sen
Sep 30,2023

বিল্ডিং সংখ্য়া

ইউনাইটেড স্টেট -এর জিওলজিক্যাল সার্ভে থেকে জানা যাচ্ছে, নিউইয়র্ক শহরের ১০ লাখেরও বেশি বিল্ডিংয়ের মোট ওজন ১ কোটি ৭০ লক্ষ পাউন্ড -এরও বেশি, যা শহরটি বসে যাওয়ার একটি কারণ।

জমি ভরাট

লা গার্ডিয়াস রানওয়ে এবং আর্থার অ্যাশে স্টেডিয়াম, এই দুটি জায়গা জমি ভরাট করে বানানো হয়েছে। ফলে, জলের তলায় চলে যাচ্ছে নিউইয়র্ক শহর।

পরিমাণ

২০১৬ থেকে ২০২৩ সাল অব্দি, প্রতি বছর লা গার্ডিয়াস রানওয়ে মোট ৩ কোটি ৭০ লক্ষ মিলিমিলিলিটার করে বসে যাচ্ছে।

পরিমাণ

২০১৬ থেকে ২০২৩ সাল অব্দি, প্রতি বছর আর্থার অ্যাশে স্টেডিয়াম মোট ৪ কোটি ৬০ লক্ষ মিলিমিটার করে বসে যাচ্ছে।

নিউইয়র্ক শহর

শহরের ৫টি বরো এলাকা, পুরো নিউইয়র্ক শহরের তুলনায় একটু বেশিই বসে যাচ্ছে।

৫টি বরো

এই ৫টি বরো এলাকার অন্যতম হল-- গভর্নরস্ আইল্যান্ডের দক্ষিণ ভাগ, মিডল্যান্ড এবং স্ট্যাটেন আইল্যান্ডের দক্ষিণ সমুদ্র সৈকত।

আশঙ্কা

এছাড়াও সমুদ্রের বাড়ন্ত জলস্তরের কারণে, পরবর্তীকালে নিউইয়র্ক শহর ডুবে যাওয়ার আশঙ্কা আছে।

সমস্যার সম্মুখীন

এর আগেও বহুবার নিউইয়র্ক শহর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, যেমন হারিকেনের কারণে উপকূলবর্তী এলাকায় বন্যা এবং ঝড়।

মজাদার ব্যাপার

কিন্তু মজার ব্যাপার হলো, এই শহরেরই কিছু কিছু অংশগুলি প্রতি বছর জলস্তর থেকে আরও উঠে আসছে।

VIEW ALL

Read Next Story