আবার দেখা গেল নীল-ধূসর তিমিকে। আর্জেন্টিনার উপকূলে।
গত ১০০ বছরে ক্রমাগত শিকারের ফলে ভয়ানক কমে এসেছিল এই তিমি।
তবে এতদিন পরে এই তিমির দেখা পাওয়ায় আশান্বিত পরিবেশবিজ্ঞানী থেকে পরিবেশপ্রেমী।
নীল-ধূসর তিমিকুল এক সময়ে এতবার শিকারির ফাঁদে পড়ে প্রাণ খুইয়েছে যে, এখান থেকে তারা পাততাড়ি গুটিয়ে চলে গিয়েছিল।
এবং দীর্ঘদিন এই তিমি দেখতে না-পেয়ে বিজ্ঞানীরা ভেবে নিয়েছিলেন, বিপুলাকার এই প্রাণীটি বোধ হয় চিরতরে হারিয়েই গেল!
কিন্তু সুদীর্ঘ ১০০ বছর পরে আর্জেন্টিনার প্যাটাগনিয়া উপকূলে প্রাণীটির দেখা পেয়ে উল্লসিত সব মহলই। তাহলে বিলুপ্ত হয়নি প্রাণীটি?
মহাসাগরীয় দৈত্যাকার নীল-ধূসর তিমি বিশাল আকারের এক প্রাণী! ২-৩ বছর অন্তর এরা বংশবৃদ্ধি করে।
প্রায় ৭০ ফুট (প্রায় ২২-২৪ মিটার) দীর্ঘ আর প্রায় ৩০ টন ওজনের এই নীল-ধূসর তিমি খাবারের খোঁজে সমুদ্রপথে সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারে!
মেরিন বায়োলজিস্ট এবং প্রাণীবিদরা এখন কোমর বেঁধে নেমে পড়ছেন এই প্রাণীটির সম্বন্ধে নতুন করে তথ্য সংগ্রহ করতে।