অদ্ভুত শখ, যুব সমাজ এখন পোষ্য হিসাবে রাখছেন পাথরকে। শুনতেই খটকা লাগলেও, এটা সত্যি।
জানা গিয়েছে, সাউথ কোরিয়ার ছেলেমেয়েরা একাকিত্ব এবং ক্লান্তি দূর করার জন্য পাথর কিনছেন।
পোষ্য পাথরগুলিকে অনেকে নকল চোখ লাগিয়ে রাখে। আবার কেউ তোয়ালে জড়িয়ে রাখে।
কোভিড ১৯-এর পর এই পাথরকে পোষ্য হিসাবে রাখার চল বেড়ে উঠেছে।
সাউথ কোরিয়ার কেউ কেউ তাদের পোষ্য পাথরের সঙ্গে সারাদিনের কথা শেয়ার করেন। অনেকেই আবার সেই পাথরের নামও রাখেন।
আবার কেউ কেউ পাথরকে নিজেদের পকেটে করে নিয়ে ঘুরে বেড়ায়।
১৯৭০ দশকে আমেরিকায় পাথরকে উপহার হিসাবে দেওয়ার অভিনব ধারণার জন্ম হয়। সেই সময় অ্যাডভারটাইজমেন্ট এগজিকিউটিভ গ্যারি ডাহল এই ধারণাকে সামনে নিয়ে আসে।
পরবর্তীকালে সেই ধারণা এই অদ্ভুত ট্রেন্ডে পরিণত হয়ে যায়।