নাসা, সূর্যের ৯টি বিরল ছবি পাঠিয়েছে। যা নিয়ে ভারতও উৎফুল্ল, কারণ ভারতও সূর্য মিশনে সামিল।

Soumitra Sen
Sep 27,2023

ভূত সূর্য

২০১৪ সালে তোলা এই ছবিটিতে সূর্যের কিছু অংশকে বেশি আলোকিত দেখতে পাওয়া যাচ্ছে, যা কিছুটা হ্যালোউইনের কুমড়ের মতো।

রঞ্জন রশ্মি

নীল এবং সবুজ রশ্মিযুক্ত এই ছবিটিও তোলা হয়েছিল ২০১৪ সালে।

সৌর মশাল

২০১৭ সালের এই ছবিতে, সূর্যের এই জ্বলন্ত রূপ ধরা পড়েছে।

আলোর ঝলক

এই ছবিটিও ২০১৩ সালে তোলা। এই ছবিতে, সূর্যের বিভিন্ন অংশ থেকে আলো ঠিকরে বেরতে দেখা যাচ্ছে।

সূর্যে শুক্র

২০১২ সালের এই ছবিতে, শুক্রকে সূর্যের উপর দেখতে পাওয়া যাচ্ছে।

আলোর মুকুট

২০১২ সালে, সূর্যের লক্ষাধিক ডিগ্রির প্লাজমা ঠান্ডা হতে শুরু করে। তখনই এই দৃশ্য চোখে পড়ে।

সূর্যের কোলে

পৃথিবী সূর্যের থেকে ঠিক কতটা ছোট, এই ছবি থেকেই তা বোঝা যায়।

বিস্ফোরণ

২০১৫ সালে, ৩ ঘন্টার জন্য সূর্যের করোনা অংশ থেকে দীপ্ত বিকিরণ ঘটতে থাকে।

এ কী এ সুন্দরও শোভা

অপূর্ব সুন্দর এই ছবি তোলা হয় ২০১০ সালে।

VIEW ALL

Read Next Story