দিনরাত্রি সমান

আজ, ২৩ সেপ্টেম্বর দিনটি বিরল, কেননা আজ পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান, অর্থাৎ, জলবিষুব।

Soumitra Sen
Sep 23,2023

জলবিষুব

সাধারণত ২৩ সেপ্টেম্বর, কখনও কখনও ২২ সেপ্টেম্বর'ও জলবিষুব হয়।

শরৎকাল

যখন জলবিষুব হয়, তখন উত্তর গোলার্ধে সাধারণত শরৎকাল চলে, যেমন এখন চলছে।

শরতে বিষুব

তাই এই বিষুবকে 'জলবিষুব' বা শরৎকালীন বিষুব বলে।

দিনরাতের সাম্য

'বিষুব' শব্দটির অর্থ-- দিনরাত্রি সমান।

লম্ব কিরণ

আজকের দিনে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়।

উভয় গোলার্ধেই

এদিন পৃথিবীর উত্তর ও দক্ষিণ-- উভয় গোলার্ধেই দিনরাত্রি প্রায় সমান হয়।

প্রতিসরণ

তবে সূর্যের কৌণিক আকার ও বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে তা একেবারে সমান-সমান হয় না।

দুপুরে

আজ, ২৩ সেপ্টেম্বরে দুপুর সাড়ে বারোটায় (ভারতীয় সময়) জলবিষুব হয়েছে।

ভূগোল

এসব অবশ্য ভূগোলের ঘটনা, যা আমরা অনেকেই ছোটবেলায় পড়েছি।

VIEW ALL

Read Next Story