পাকিস্তানে বাসে বিস্ফোরণ, ৯ চিনা ইঞ্জিনিয়রের মৃত্যু; পাকিস্তানকে কড়া বার্তা চিনের

বিস্ফোরণের জেরে মোট ১৩ জনের মৃত্যু ঘটেছে।

Updated By: Jul 14, 2021, 06:33 PM IST
পাকিস্তানে বাসে বিস্ফোরণ, ৯ চিনা ইঞ্জিনিয়রের মৃত্যু; পাকিস্তানকে কড়া বার্তা চিনের

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের মাটিতে মৃত্যু চিনা নাগরিকের। পাকিস্তানের উপর বেজায় চটল চিন। দিল কড়া বার্তাও। 

পাকিস্তান সূত্রে খবর, উত্তর-পশ্চিম পাকিস্তানে এক সন্ত্রাসবাদী হামলার জেরে বুধবার একটি বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় ৯ জন চিনা নাগরিক-সহ প্রাণ হারিয়েছেন মোট ১৩ জন। ঘটনার তীব্র নিন্দা করেছে চিন। পাশাপাশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তানকে কড়া বার্তাও দেওয়া হয়েছে চিনের তরফে।

আরও পড়ুন:  অবশেষে ভারত থেকে সরল কোভিড ভরকেন্দ্র! দৈনিক সংক্রমণে শীর্ষে এখন ইন্দোনেশিয়া

বাস বিস্ফোরণের ঘটনায় নিহত নাগরিকেরা প্রত্যেকেই ইঞ্জিনিয়র (Chinese engineers)। পাকিস্তানে অনেক দিন ধরেই ডাসু বাঁধ (Dasu dam) প্রকল্পের কাজ চলছে। সেই 'সাইটে'ই যাচ্ছিলেন তাঁরা। যাওয়ার পথেই এই বিস্ফোরণের ঘটনা। 

চিনা সরকারি আধিকারিকের (Pakistan Government Official) সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের ঘটনায় ২৮ জন চিনা নাগরিক আহত হয়েছেন। ন'জন চিনা নাগরিকের পাশাপাশি দু'জন পাকিস্তানি সেনা ও দু'জন স্থানীয়েরও মৃত্যু হয়েছে। এক চিনা নাগরিক এবং এক পাক সেনা নিখোঁজও। বিস্ফোরণের ধরন নিয়ে কিছু জানা যায়নি বলেই জানানো হয়েছে তাদের তরফে। 

বিস্ফোরণের ঘটনার তদন্তের দাবি জানিয়েছে চিনা বিদেশমন্ত্রক (Chinese embassy)। প্রকল্পের কাজে অনেক দিন ধরেই চিনা ইঞ্জিনিয়রেরা পাকিস্তানে রয়েছেন। ঘটনার পর তাঁদের সুরক্ষার প্রশ্নে সরব হয়েছে চিন। ওদেশে থাকা বাকি চিনা কর্মীদের নিরাপত্তা (security procedures) নিশ্চিত করতে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন চিন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: প্রকাশ্যে ভিডিয়ো: আত্মসমর্পণের মুহূর্তে তালিবানের গুলিতে ২২ নিরস্ত্র আফগান কম্যান্ডোর মৃত্যু

.