Israeli embassy staff killed: 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান! ওয়াশিংটনে খুন ইসরায়েল দূতাবাসকর্মী দম্পতি...

Israeli embassy members shot dead in Washington: সন্দেহভাজন যুবক 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান দিচ্ছিলেন বলে জানা গিয়েছে। ট্রাম্পের কড়া প্রতিক্রিয়া,"ঘৃণা এবং মৌলবাদের মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও স্থান নেই।"

সুদেষ্ণা পাল | Updated By: May 22, 2025, 01:35 PM IST
Israeli embassy staff killed: 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান! ওয়াশিংটনে খুন ইসরায়েল দূতাবাসকর্মী দম্পতি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! ইসরায়েল দূতাবাস কর্মীকে গুলি করে খুন ওয়াশিংটনে! ওয়াশিংটনে ইহুদি মিউজিয়ামের সামনেই গুলি করে খুন করা হয় ইসরায়েল দূতাবাসের ২ কর্মীকে। নিহত ২ দূতাবাস কর্মী ইসরায়েলি দম্পতি বলে জানা গিয়েছে। 

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, বুধবার রাতে ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের কাছে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন নোয়েম। 

'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান
জানা গিয়েছে, অভিযুক্ত একজন বছর ৩০-এর যুবক। সন্দেহভাজন ওই যুবক 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান দিচ্ছিলেন বলেও জানা গিয়েছে। অভিযুক্তের বনাম ইলিয়াস রড্রিগেজ। 

'লাল রেখা অতিক্রম'
এই ঘটনার কড়়া নিন্দা করেছেন রাষ্ট্রসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি বলেন, "ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করা মানে লাল রেখা অতিক্রম করা। এটি ইহুদি বিরোধী সন্ত্রাসবাদের জঘন্যতম কাজ।"

ঘটনার নিন্দা প্রেসিডেন্ট ট্রাম্পের
এই ঘটনার কড়া নিন্দা করেছেন ট্রাম্পও। ট্রাম্প বলেন, "ইহুদি-বিদ্বেষ থেকেই এই ভয়াবহ ডিসি হত্যাকাণ্ড। এখনই এর শেষ হওয়া উচিত! ঘৃণা এবং মৌলবাদের মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও স্থান নেই।" নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

আরও পড়ুন, What is Golden Dome Explained: অবিশ্বাস্য! ১,৪৯,৭২,০১,৯৪,৪০,০০০ টাকা খরচে ট্রাম্পের 'গোল্ডেন ডোম'! এবার মহাকাশেও আমেরিকার অস্ত্র...

আরও পড়ুন, New Baba Vanga: ফুটবে সমুদ্রের জল! ২০২৫-এর জুলাইতেই ভয়াবহ বিপর্যয়! ভয়ংকর ভবিষ্যদ্বাণী 'নতুন বাবা ভাঙ্গা'র...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.