Donald Trump Assassination plan: ট্রাম্প-হত্যার খরচ তুলতে বাবা-মাকে খুন হিটলারের ভক্ত সতেরোর কিশোরের...

Donald Trump Assasination plan: ক্যাসাপের বাবা-মায়ের হত্যাকাণ্ড, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য অর্থের দরকার ছিল। নিজেকে ক্ষমতাধারী ও শক্তিশালী প্রমাণ করার জন্য এবং বৃহত্তর ষড়যন্ত্রের অংশ করতে তিনি মা বাবাকে হত্যা করেছেন। 

Updated By: Apr 14, 2025, 03:50 PM IST
Donald Trump Assassination plan: ট্রাম্প-হত্যার খরচ তুলতে বাবা-মাকে খুন হিটলারের ভক্ত সতেরোর কিশোরের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পকে (Donal Trump) হত্যার পরিকল্পনা। মার্কিন প্রেসিডেন্ট (U.S President) ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই চতুর্দিকে নানান বিক্ষোভ প্রদর্শন হয়েছে। নির্বাচনের (U.S. Election) আগে প্রচারের সময় তাঁর কানে গুলি লাগে। অল্পের জন্য রক্ষা পেয়ে যান ট্রাম্প। আর এবার যা প্রকাশ্যে এল তা চিন্তার ভাঁজ ফেলেছে এফবিআই (FBI) এর কপালে। ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ১৭ বছরের এক যুবক নিকিতা । শুধু পরিকল্পনাই নয়, হত্যার ষড়যন্ত্র করার জন্য ১৭ বছর বয়সী মার্কিন কিশোর অর্ডার অফ নাইন অ্যাঙ্গেলস নামে নব্য-নাৎসি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রেখে এই ষড়যন্ত্র করেছিলেন। এই নব্য-নাৎসি গোষ্ঠী অ্যাডলফ হিটলারের অনুগামী।

আরও পড়ুন: ফের মারণ ভাইরাস-হানায় মহামারীর ত্রাস! দেশের সীমান্ত বন্ধ, জারি লাল সতর্কতা, এবার...

ক্যাসাপ, এই ষড়যন্ত্র পরিকল্পনায় অর্থ যোগাড়ের জন্য তাঁর বাবা-মাকে হত্যা করেছে। ফেডারেল পুলিসের হলফনামা অনুসারে, তদন্তকারীরা নিকিতা ক্যাসাপের লিখিত নথি এবং টেক্সট খুঁজে পেয়েছেন, যেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা এবং মার্কিন সরকার উৎখাতের আহ্বান জানিয়েছিলেন। উইসকনসিনের ১৭ বছর বয়সী নিকিতা ক্যাসাপ একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

সন্দেহভাজন নিকিতা ক্যাসাপকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে ন'টি গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, যার মধ্যে দু'টি হত্যার অভিযোগ এবং দু'টি মৃতদেহ লুকানোর অভিযোগ রয়েছে।

২৮ ফেব্রুয়ারি নিকিতা ক্যাসাপের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়া তাঁর মা, ৩৫ বছর বয়সী তাতিয়ানা ক্যাসাপ এবং তাঁর সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে। মা-বাবাকে হত্যার অভিযোগে ক্যাসাপকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: কবরস্থানে উদ্দাম য‍ৌনতা! আদরের মাদকে সমাধিস্থল হল বিছানা, বক্ষবিভাজিকায় তখন শুধুই...

একটি ফেডারেল হলফনামা অনুসারে, তদন্তকারীরা নিকিতা ক্যাসাপের লিখিত নথি এবং টেক্সট বার্তা পেয়েছেন, যেখানে তিনি রাষ্ট্রপতি ট্রাম্পকে হত্যা এবং মার্কিন সরকারকে উৎখাতের আহ্বান জানিয়েছিলেন।

ক্যাসাপের বাবা-মায়ের হত্যাকাণ্ড, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য অর্থের দরকার ছিল। নিজেকে ক্ষমতাধারী ও শক্তিশালী প্রমাণ করার জন্য এবং বৃহত্তর ষড়যন্ত্রের অংশ করতে তিনি মা বাবাকে হত্যা করেছেন। নিকিতা ক্যাসাপের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি অভিযোগ অনুসারে, ক্যাসাপের সৎ বাবা ডোনাল্ড মেয়ার মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান, আর তার মা তাতিয়ানা ক্যাসাপ ১১ ফেব্রুয়ারি মারা যান।

উইসকনসিনে, ক্যাসাপের বিরুদ্ধে যে ন'টি অভিযোগ আনা হয়েছে, তার বাইরেও ফেডারেল তদন্তকারীরা তাকে রাষ্ট্রপতি হত্যা, ষড়যন্ত্র এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছেন। নিকিতা ক্যাসাপের ফোনে ইহুদি-বিরোধী প্রচুর লেখাও ছিল।

নিকিতা ক্যাসাপ ৭ মে আদালতে হাজির হবেন, যেখানে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ সম্পর্কে অবহিত করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.