Bangladesh: 'বাংলাদেশের নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেব', ফের ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির!
Bangladesh: প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের কটাক্ষ, 'ফাঁকা জিনিসের আওয়াজ বলে বলে কথা আছে'। তিনি বলেন, যুদ্ধ যদি হয়, আমরা আমাদের দেশের মধ্যেই ওদের শেষ করব। আমরা আগ্রাসনের বিশ্বাস করি না। যদি বাধ্য় করে, যুদ্ধ করতে পারে, সেই যুদ্ধ কিন্তু শেষ হবে ঢাকায় গিয়ে, আর কোথাও নয়'।
Updated By: Dec 13, 2024, 10:03 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের বিরুদ্ধে ফের যুদ্ধের জিগির! 'আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য়'. বললেন বাংলাদেশে বিএনপি নেতা হাফিউদ্দিন আহমেদ। সঙ্গে হুঁশিয়ারি, 'যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে দিয়েই শেষ হবে'।
পদ্মপাড়ে অশান্তি। বাংলাদেশে নৈরাজ্য! 'আক্রান্ত' সংখ্যালঘুরা। মৌলবাদীদের টার্গেট ইসকন? সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত-বিদ্বেষও! বিদ্বেষ এতটাই যে, ঢাকায় ভারত-বিরোধী মিছিল বেরিয়েছিল। সেই মিছিল থেকে ৪ দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন সেদেশের প্রাক্তন এক সেনাকর্তা। বলেছিলেন, '৪ দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের সামরিকবাহিনী ছাত্র-জনতা একসঙ্গে আছি। আমাদের ব়্যাবের ৫ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। এদের মধ্যে আড়াই হাজার যুদ্ধের ময়দানে যেতে পারি। এর সঙ্গে ৩০ লাখ ছাত্র জনতা যদি যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকাও আমাদের সামনে টিকবে না'। এবার একই সুর শোনা গেল বিএনপি নেতার গলায়ও।
প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের কটাক্ষ, 'ফাঁকা জিনিসের আওয়াজ বলে বলে কথা আছে'। তিনি বলেন, যুদ্ধ যদি হয়, আমরা আমাদের দেশের মধ্যেই ওদের শেষ করব। আমরা আগ্রাসনের বিশ্বাস করি না। যদি বাধ্য় করে, যুদ্ধ করতে পারে, সেই যুদ্ধ কিন্তু শেষ হবে ঢাকায় গিয়ে, আর কোথাও নয়'।
এদিকে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে এদেশের জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। বাংলাদেশ সীমান্তে একটি বড় অংশই পশ্চিমবঙ্গে। কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের মধ্যেই প্রহরা ও নজরদারি বাড়ছে সীমান্তে। উত্তর ২৪ পরগনায় বাংলাদেশের সঙ্গে স্থলসীমা ১৫০ কিমি। তার মধ্যে ৫০ কিমি সীমান্তে নেই কাঁটা তার! নদীয়ায় ২১৬ কিমির সীমান্তের ২১ কিমি কার্যত অরক্ষিত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.