12 year old assist brain surgery: ব্রেন সার্জারি নিয়ে 'ছেলেখেলা'! ড্রিল হাতে রোগীর খুলিতে গর্ত করল সার্জনের ১২-র মেয়ে! ওটিতে বিভীষিকা...

12-year-old girl drills hole into patient skull: অপারেশন শেষ হওয়ার পর মেয়ের হাতে নিজেই তুলে দেন ড্রিল। এমনকি ওই যুবকের খুলিতে গর্ত করারও নির্দেশ দেন ওই সার্জন।

সুদেষ্ণা পাল | Updated By: Oct 17, 2025, 03:44 PM IST
12 year old assist brain surgery: ব্রেন সার্জারি নিয়ে 'ছেলেখেলা'! ড্রিল হাতে রোগীর খুলিতে গর্ত করল সার্জনের ১২-র মেয়ে! ওটিতে বিভীষিকা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ বছরের মেয়ের হাতে ড্রিল তুলে দিলেন সার্জন বাবা! ড্রিল হাতে মাথার খুলিতে গর্ত করল ১২ বছরের মেয়ে! দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সার্জন বাবা! চাঞ্চল্যকর এই ঘটনা সামনে আসতেই বিচারের মুখোমুখি সেই সার্জন। ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ায়ব্রেন সার্জারির (Brain Surgery) সময় ওই অস্ট্রিয়ান ব্রেন সার্জন তাঁর ১২ বছর মেয়েকে রোগীর খুলিতে গর্ত করার অনুমতি দেন। বাবার অনুমতি পেয়ে মেয়েও ড্রিল মেশিন দিয়ে খুলিতে গর্তও করে (12-year-old girl drills hole into patient skull)!

Add Zee News as a Preferred Source

চরম চাঞ্চল্যকর এই ঘটনাটি ২০২৪ সালের জানুয়ারিতে অস্ট্রিয়ার গ্রাজ আঞ্চলিক হাসপাতালে ঘটে বলে জানা গিয়েছেপেশায় খামার শ্রমিক ৩৩ বছর বয়সী ওই যুবক গুরুতর দুর্ঘটনায় মস্তিষ্কে চোট পান। মস্তিষ্কের আঘাতের কারণে তাঁর অস্ত্রোপচার জরুরি হয়ে পড়েসেইসময় রোগীর মস্তিষ্কের অস্ত্রোপচার করার সময় ওই সার্জন, একজন ট্রেইনি নিউরোসার্জনের সঙ্গে তাঁর নিজের মেয়েকেও অপারেশন থিয়েটারে আমন্ত্রণ জানান।

অভিযোগ, তারপর অপারেশন শেষ হওয়ার পর মেয়ের হাতে নিজেই তুলে দেন ড্রিল। এমনকি ওই যুবকের খুলিতে একটি গর্ত করারও নির্দেশ দেন। নিউরোসার্জেন ও সহকারী ডাক্তারের বয়ান অনুযায়ী, অভিযুক্ত সার্জনের একটি ফোন এসেছিল। সেইসময়ই মেয়েকে ডেকে তার হাতে ড্রিল ধরিয়ে কথা বলতে বাইরে যান তিনি। যদিও সার্জন নজর রাখছিলেন, তবে ড্রিল মেশিন ছিল মেয়েরই হাতে!

আরও পড়ুন, Doctor intimate with nurseওটি টেবিলে সংজ্ঞাহীন রোগী, মাঝপথে অপারেশন ছেড়ে বেরিয়ে নার্সের সঙ্গে উদ্দাম যৌনতা ডাক্তারের!

এই ঘটনা সামনে আসতেই জোর চাঞ্চল্য ছড়িয়েছেরোগীর প্রতি গাফিলতি, গুরুতর আঘাতের সম্ভাবনার অভিযোগে দায়ের হয়েছে মামলা। এহেন কাজকে "রোগীর প্রতি অবিশ্বাস্য অসম্মান" হিসেবে বর্ণনা করা হয়েছে। জানা গিয়েছে, গ্রেফতারও করা হয়েছে অভিযুক্ত সার্জেনকে। যদিও ওই সার্জনের দাবি, এর আগে তাঁর মেয়ে "স্ত্রীরোগ সংক্রান্ত হিস্টেরেক্টমিও" করেছে। 

আরও পড়ুন, Another Pandemic? Lockdown: ফিরছে অতিমারী? নয়া ভাইরাসে আক্রান্ত ৬০০০! ছড়াচ্ছে হু হু করে... লকডাউন ঘোষণা...

আরও পড়ুন, Cancer won guys: 'ক্যানসার জিতে গেছে বন্ধুরা, দেখা হবে...' মৃত্যুর দিন গোনা ২১ বছরের তরুণের লেখা ফেয়ারওয়েল নোট! কাঁদছে নেটপাড়া...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.