Pakistan: দেশের মাটিতেই খতম ৩২ খতরনাক জঙ্গি, মারল কে? ভেবে কুলকিনারা পাচ্ছে না পাকিস্তান

Pakistan Terrorist Killed: একদিকে অপারেশন সিঁদুর আর অন্যদিকে অজ্ঞাত হামলাকারীর হাতে নিকেষ একের পর এক জঙ্গি....

সিকান্দর আবু জ়াফর | Updated By: May 22, 2025, 01:09 PM IST
Pakistan: দেশের মাটিতেই খতম ৩২ খতরনাক জঙ্গি, মারল কে? ভেবে কুলকিনারা পাচ্ছে না পাকিস্তান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের অন্তত ৩টি জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ছিল সাইফুল্লা খালিদ। লস্কর ই তৈবার এহেন কমান্ডার সম্প্রতি খতম হয়েছে পাকিস্তানে। কে তাকে নিশানা করল তা এখনও অজানা। অপারেশন সিঁদুরের পর পাক মুলুকে একের পর এক জঙ্গি খুন হচ্ছে সেখানে।

খালিদের আগেও বেশ কয়েকজন খুন হয়েছে অজ্ঞাত পরিচিত হামলাকারী গুলিতে। লস্করের জঙ্গি মুহাম্মদ মুজাম্মিল ও নাইমুর রহমান ও মৌলানা রহিম উল্লাহ তারিক খুন হয়েছে একইভাবে। এরা সবাই মাসুদ আজহারের ঘনিষ্ঠ ছিল।

পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটিতে আঘাত হেনেছে ভারত। অপারেশন সিঁদুরে খতম হয়েছে কমপক্ষে ১০০ জন। আর অন্যদিকে, পাকিস্তানের নিজের মাটিতেই একের পর এক খুন হচ্ছে ভারতের শত্রু জঙ্গিরা। ওই  কাজ করছে কোনও অজানা শক্তি। কে সেই শক্তি তার কোনও কুলকিনারা করতে পারছে না পাকিস্তান। ওইসব জঙ্গিরা ভারতের নাগালের বাইরেই ছিল এতদিন। কিন্তু কোনও অজ্ঞাত কারণে তাদের ভবলীলা সাঙ্গ হচ্ছে পাক মাটিতেই। এতদিন তারা ছিল পাক পুলিসের নিরাপত্তা বেষ্টনীতে। পাকিস্তান থেকে কানাডা, এখনও পর্যন্ত ৩২ জন জঙ্গি খতম হয়েছে।

গত রবিবার পাকিস্তানে খুন হয় লস্করের কমান্ডার সাইফুল্লাহ খালিদ। ভারতের তিনটি বড় হামলার সঙ্গে জড়িত ছিল সে। হামলায় সে আহত হয়। পারে হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১৬ মে পাক পঞ্জাবে মৃত্যু হয় এক লস্কর জঙ্গির। ২০২৩-২৪ সালে মধ্যে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, রাজৈরি, রেসিতে সে ৪ জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল।

লস্কর প্রধান হাফিজ সইদের আত্মীয় মৌলানা কাশিফ আলি খাইবার পাখতুনখাওয়াতে নিজের বাড়ির সামনেই গুলিতে ঝাঁজরা হয়ে যায়। বাইকে এসে কয়েক জন তাকে গুলি করে মারে। সেও লস্করের এক কমান্ডার ছিল।

আরও পড়ুন-লালবাজারে বৈঠকে কাটল জট, বাস ধর্মঘট আপাতত স্থগিত...

আরও পড়ুন-সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড়! দিনভর ভারী বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণের অধিকাংশ জেলা

গত বছর ২০ মে খাইবার পাখতুনখাওয়াতে খুন হয় জইশ জঙ্গি মুফতি ফায়াজ। খুন হয় লস্কর জঙ্গি আবদুল্লা সাহিন। পাশাপাশি খুন হয় লস্করের আরও জঙ্গি হাজি উমর গুল, হাবিবুল্লা, আদনান আহমদ ও ইউনূস খান।

অজ্ঞাত পরিচিত হামলাকারীর হাতে খুন হয় লস্কর জঙ্গি মুহাম্মদ মুজাম্মিল ও নাইমুর রহমান, মৌলানা রহিম উল্লাহ তারিক। এরা সবাই মাসুদ আজহার ঘনিষ্ঠ। তালিকায় রয়েছে আক্রাম খান, খাজা সাহিদ, পাঠানকোট জঙ্গি হামলায় অভিযুক্ত সাহিদ লতিফ।

এদিকে, ওইসব জঙ্গিদের খুনের ব্য়াপারের ভারতের হাত রয়েছে বলে দাবি করছে পাকিস্তান। ভারত সেই দাবি উড়িয়ে দিয়েছে। পাকিস্তান পুলিসের নাকের ডগায় একের পর এক মানুষ খুন হচ্ছে আর তার দায় ভারতের উপরে চাপিয়ে পিঠ বাঁচাতে চাইছে পাক প্রশাসন। কিন্তু পাকিস্তান এটাও বলতে পারেছে না, ওইসব খুনের পেছনে রয়েছে আসলে কারা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.