Heatwave in Bangladesh: দেশের ৩৬ জেলায় বইছে তাপপ্রবাহ, বর্ষা কবে, জানাল হাওয়া অফিস...

Bangladesh: মৌসুমি বায়ু শক্তিশালী হলে আগামী সপ্তাহে বাংলাদেশের উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলে আরও বৃষ্টিপাত হতে পারে

Reported By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jun 10, 2025, 05:58 PM IST
Heatwave in Bangladesh: দেশের ৩৬ জেলায় বইছে তাপপ্রবাহ, বর্ষা কবে, জানাল হাওয়া অফিস...

সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের ৩৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

ঢাকার আবহাওয়া অফিস জানায়, বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি জানায়, বাংলাদেশের ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে সারা বাংলাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন-মঙ্গলে না বুধে, ১০ না ১১ জুনে? কবে জগন্নাথদেবের স্নানযাত্রা? ঠিক কখন অনুষ্ঠিত হবে এই মহা উৎসব?

আরও পড়ুন-নওশাদ সিদ্দিকির ভাই কাসেম তৃণমূলে, মুখ খুললেন সওকত মোল্লা...

পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ। এসময় দক্ষিণ অথবক দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছিল। আজ রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
 
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু শক্তিশালী হলে আগামী সপ্তাহে বাংলাদেশের উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলে আরও বৃষ্টিপাত হতে পারে। তবে তখনো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.