WATCH | Woman Strips Naked: বিমানবন্দরেই মহিলার উলঙ্গ পাগলামি! পেন্সিল দিয়ে খোঁচানো থেকে কামড়ে দেওয়া, এ কী কাণ্ড...

Texas Airport: ওই মহিলা "উন্মাদনা"র শিকার হয়েছিলেন। উলঙ্গ মহিলা ম্যানেজারের মুখে এবং মাথায় গেঁথে দিয়েছিল। সেখানেই দেখা গিয়েছে বিমানবন্দরে মহিলা উলঙ্গভাবে লাফালাফি করছেন তিনি।

Updated By: Mar 27, 2025, 01:58 PM IST
WATCH | Woman Strips Naked: বিমানবন্দরেই মহিলার উলঙ্গ পাগলামি! পেন্সিল দিয়ে খোঁচানো থেকে কামড়ে দেওয়া, এ কী কাণ্ড...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ মার্চ এক মহিলা নগ্ন হয়ে বেশ কয়েকজনের উপর হামলার পর বিমান যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন, সামান্থা পালমা নামে ওই মহিলা "উন্মাদনা"র শিকার হয়েছিলেন। যার ফলস্বরূপ তিনি কমপক্ষে দু'জনকে পেন্সিল দিয়ে কিছু মানুষকে খুঁচিয়েছেন এবং একজন রেস্তোরাঁর ম্যানেজার যখন তাঁকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন। তাঁকেও কামড় দিয়েছিলেন ওই মহিলা।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জানা গিয়েছে, ওই ম্যানেজারের পকেটে যে পেন্সিল ছিল সেটা দিয়েই ওই উলঙ্গ মহিলা ম্যানেজারের মুখে এবং মাথায় গেঁথে দিয়েছিল। তারপর হাতে কামড়েও দিয়েছিলেন ওই মহিলা। গোটা ঘটনা ইতিমধ্যেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা গিয়েছে বিমানবন্দরে মহিলা উলঙ্গভাবে লাফালাফি করছেন তিনি। এমনকি প্লাজমা টিভি ভাঙতেও দেখা গিয়েছে তাঁকে। এমনকি সবার উপরে জল ছুঁড়ে সবাইকে বিরক্তি করতে দেখা গিয়েছে। গোটা বিমানবন্দরে দৌড়াদৌড়ি করতেও দেখা গিয়েছে। 

পাশাপাশি একটি প্যাসেঞ্জার মহিলাকে কোট অফার করার চেষ্টা করেছিল তাঁকেও ওই মহিলা বাজেভাবে ব্যবহার করেছিলেন। বিমান সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ৮ বছরের বাচ্চাকে সঙ্গে নিয়ে যাত্রা করছিলেন। সেই সময় পালমা বিমানবন্দরে এই ঘটনা ঘটেছিল। জানা গিয়েছে, মহিলা ওইদিন ওষুধ খেতে ভুলে গিয়েছিলেন। 

আরও পড়ুন: ঘুমের মধ্যেই তখন সকলে, ভয়ংকর ভাবে দুলে উঠল মাটি! রাতের অন্ধকারেই...     

আরও পড়ুন: ভারতের ১ টাকা এখানে প্রায় ৫০০ টাকা, পকেটে ২০০০ টাকা থাকলেই এই দেশে আপনি রাজা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.