বছরের সেরা পর্ণস্টারের পুরস্কার পেলেন এই যুবতী
রিলে রেইড, ২৫ বছর বয়সী ফ্লোরিডার এই তন্বী যুবতীই এবার জিতে নিয়েছেন ` AVN Award for Female Performer of the Year`-এর শিরোপা তাঁর অভিনীত `Mandingo Massacre 6` সিনেমার জন্য ।
ওয়েব ডেস্ক: রিলে রেইড, ২৫ বছর বয়সী ফ্লোরিডার এই তন্বী যুবতীই এবার জিতে নিয়েছেন ' AVN Award for Female Performer of the Year'-এর শিরোপা তাঁর অভিনীত "Mandingo Massacre 6" সিনেমার জন্য ।
১৯৯১ সালে জন্ম এই আমেরিকান পর্ণস্টারের। অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে মাস দুয়েক 'স্ট্রিপার' হিসাবে কাজ করেছিলেন। মাত্র ১৯ বছর বয়সে ২০১১ সালে তাঁর পর্ণ দুনিয়ায় প্রথম পা রাখা। পর্ণ সিনেমাতে প্রথম দিকে তাঁর ছদ্মনাম ছিল- Paige Riley.
AVN অ্যাওয়ার্ডের আগেই ২০১৩ সালে XBIZ 'বেস্ট নিউ স্টারলেট'-এর পুরস্কার পান রিলে রেইড। আর তার পরের বছরই ' XBIZ Female Performer of the Year-এর পুরস্কার ছিনিয়ে নেন এই যুবতী। পরপর দুই বছরে দুটি অ্যাওয়ার্ড পেয়ে রিলে, রেকর্ড করে ফেলেন এবং ২০১৪ সালে XBIZ পুরস্কারের মঞ্চে যেকটি বিভাগে তিনি নমিনেশন পেয়েছিলেন তার প্রত্যেকটিতেই তিনি সেরার পুরস্কার অর্জন করেন।