Bangladesh: 'আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়ার পরিণতি গণভবনের মতো হবে'! হুঙ্কার হাসনাত আব্দুল্লাহর

Hasnat Abdullah threatens:  আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়ার পরিণাম ভয়ংকর হবে, হুঙ্কার দিলেন হাসনাত আব্দুল্লাহ

Updated By: Mar 20, 2025, 12:29 PM IST
Bangladesh: 'আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়ার পরিণতি গণভবনের মতো হবে'! হুঙ্কার হাসনাত আব্দুল্লাহর

সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিট্রে ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই। এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না।বুধবার সন্ধ্যায় বাংলাদেশের কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যদি বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হয়, ৫ আগস্ট গণভবন এবং বঙ্গভবনের যে পরিণতি হয়েছে, যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইবে, ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। আমাদের লড়াই অব্যাহত আছে। আমাদের লড়াই চলবে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন চাইবে, বাংলাদেশের যে রাজনৈতিক দলেরই হোক না কেন তাকে আমরা প্রতিহত করব।

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আপনারা দেখেছেন বিগত তিনটি নির্বাচন হয়েছে, ওই নির্বাচনগুলিতে জনগণ ভোট দিতে পারেনি। ভোট দিয়েছে প্রশাসন। নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। একটা স্বচ্ছ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার কোনো রকমের দক্ষতা আওয়ামী প্রশাসনের নেই। এই প্রশাসনের সংস্কার করা না পর্যন্ত নির্বাচন হবে না। প্রশাসন যতক্ষণ পর্যন্ত না একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে না পারে, ততক্ষণ আমরা আশ্বস্ত হতে পারছি না। এজন্য আমরা চাই, স্থানীয় সরকারের যে নির্বাচনগুলি রয়েছে সেই নির্বাচনগুলির মধ্য দিয়ে প্রশাসনের স্বচ্ছতার পরীক্ষা হয়ে যাক। এই কারণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে সেগুলো নির্বাচনের আয়োজন করুন। আপনারা এই প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করুন।

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা রিফাত রশিদের সভাপতিত্বে এ সময় সংগঠনটির কুমিল্লার আহ্বায়ক সাকিব হোসাইন, কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল হাসানসহ অন্যন্য নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড!

আরও পড়ুন: হিংসা ভুলে এক হয়ে গেল ৩ দেশ! একই ছবিতে ঢাকাই নায়ক, পাক নায়িকা, ভারতীয় ভিলেন...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.