Balochistan Attack: পাক সেনা কনভয়ে বালোচ জঙ্গিদের ভয়ংকর আত্মঘাতী হামলা, উড়ল বাস, নিহত কমপক্ষে ৯০
Balochistan Attack: পুলিসের তরফে দাবি করা হয়েছে, সম্ভবত এটি একটি সুইসাইড অ্যাটাক। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি জাফর এক্সপ্রেসে হামলার পর রবিবার পাক সেনা কনভয়ে হামলা চালাল বালোচ বিদ্রোহীরা। রবিবার কোয়েটা থেকে তাফতান যাচ্ছিল পাক সেনার একটি কনভয়। সেই কনভয়ে ধাক্কা মারে বিস্ফোরকভর্তি একটি গাড়ি। পাক সেনার দাবি ওই হামলায় মৃত্যু হয়েছে ৭ পাক সেনার। আহত হয়েছেন ২১ জন। তবে বালোচ লিবারেশন আর্মির(বিএলএ) দাবি, হামলায় উড়ে গিয়েছেন কমপক্ষে ৯০ পাক সেনা।
আরও পড়ুন-বঙ্গ বিজেপির সভাপতি বদল, ইঙ্গিত খোদ সুকান্তর মুখেই
পাক সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পাক সেনার একটি কনভয় কোয়েটা থেকে তাফতান যাচ্ছিল। পথে সেটিকে ধাক্কা মারে আইইডি ভর্তি একটি গাড়ি। সঙ্গে সঙ্গেই সেনার একটি গাড়ি উড়ে যায়। কনভয়ে ছিল ৭টি বাস ও দুটি টার চাকার গাড়ি। একটি গাড়িতে গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এলাকা থেকে আহত সেনাদের তুলে আনে সেনার হেলিকপ্টার। ড্রোন উড়িয়ে এলাকায় তল্লাশি শুরু হয়েছে।
পুলিসের তরফে দাবি করা হয়েছে, সম্ভবত এটি একটি সুইসাইড অ্যাটাক। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে, বালোচ লিবারেশন আর্মির তরফে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে কমপক্ষে ৯০ পাক সেনা হামলায় নিহত হয়েছেন। জাতীয় সড়কের উপরে নসকিতে লাখসান মিল এলাকায় পাক সেনার কনভয়ে হামলা চালায় বিএলএর ফিদাইন শাখা মাজিদ ব্রিগেড। কনভয়ে ছিল ৮টি বাস। একটি বাস সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। বিস্ফোরণের পরই সেনার বাসগুলিকে ঘিরে ফেলে বিএলএ-র যোদ্ধারা। এনিয়ে আরও তথ্য প্রকাশ করা হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)