Camden Kali Puja 2025: নতুন ঠিকানায় চলে যাচ্ছে ক্যামডেনের কালী, এবার আরও বড়! আরও জাঁকজমক...
Camden Kali Puja Updates: বিলেতের ঐতিহ্যবাহী ক্যামডেন কালীপুজো এবার 'শ্মশান কালী' থিমে নতুন ঠিকানা পেল সেন্ট জন'স হাইড পার্কে (২৫ অক্টোবর), যা প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 'ক্যামডেন দুর্গোৎসব কমিউনিটি'-র এই স্থান পরিবর্তন এবং জমজমাট সাংস্কৃতিক আয়োজন মূলত নতুন প্রজন্মের হাত ধরে বিদেশে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই।
রজত মণ্ডল
|
Updated By: Oct 17, 2025, 07:40 PM IST
