Anita Anand: কানাডার নতুন বিদেশমন্ত্রী অনিতা আনন্দ গীতা ছুঁয়ে শপথ নিলেন কেন? অনিতা কি হিন্দু? জানুন ভিতরের রহস্য...
Canadas First Hindu Foreign Minister Anita Anand Sworn In With Hand On Bhagavad Gita: একাধিকবার ভারতকে কূটনৈতিক ভাবে চাপে ফেলার চেষ্টা করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চলতি বছরই ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি। আর তার পেরই উল্টে গেল পরিস্থিতি। কানাডার প্রধানমন্ত্রীপদে মার্ক কার্নি। আর সেখানে জয়জয়কার ভারতের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানাডার প্রথম হিন্দু বিদেশমন্ত্রী (Canada’s Foreign Minister)! ভারতীয় বংশোদ্ভূত। হাতে গীতা নিয়ে শপথ নেন তিনি। বাবা তামিল, মা পাঞ্জাবি। কে এই অনিতা আনন্দ (Anita Anand)? বারবার ভারতকে কূটনৈতিক ভাবে চাপে ফেলার চেষ্টা করেছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চলতি বছরই ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি। কানাডার প্রধানমন্ত্রীপদে মার্ক কার্নি। আর তিনি তাঁর মন্ত্রিসভায় জায়গা করে দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডার রাজনীতিক অনিতা আনন্দকে। আর এ বার সেই অনিতাই কার্নির মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেলেন।
কে এই অনিতা আনন্দ?
কিন্তু কানাডার নয়া বিদেশমন্ত্রী কে এই অনিতা আনন্দ?
অনিতার বাবা তামিল এবং মা পাঞ্জাবি। ১৯৬০ সালে তাঁরা কানাডায় স্থানান্তরিত হন। অনিতার জন্ম কানাডার নোভা স্কটিয়ায়। ১৯৮৫ সালে সেখান থেকে তিনি অন্টারিয়োতে চলে যান। অনিতা আইন নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। এছাড়াও ডালহৌসি বিশ্ববিদ্যালয় এবং টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা। রাজনীতিতে যোগদানের আগে ইয়েল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন তিনি।
রাজনৈতিক জীবন
৫৭ বছরের এই রাজনীতিক ২০১৯ সালে প্রথম কানাডার পার্লামেন্টে পা রাখেন। এর পর মন্ত্রিসভার চার চারটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন তিনি। কানাডার পাবলিক সার্ভিসেসের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। এর পর করোনার সময়ে পেয়েছিলেন বিশেষ মন্ত্রকের দায়িত্ব। জাতীয় প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের নেতৃত্বও দিয়েছেন তিনি। সেই সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জেলেনস্কির দেশকে সাহায্য করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন অনিতা। ২০২৩ সালের জুলাই মাসে তাঁকে প্রতিরক্ষার পরিবর্তে ট্রেজারি বোর্ডের দায়িত্ব দেওয়া হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে কানাডার পরিবহণ এবং আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
গীতা ছুঁয়ে
আইনজীবী, শিক্ষাবিদ ও রাজনীতিক অনিতা আনন্দ হলেন কানাডার প্রথম ক্যাবিনেট পদমর্যাদার হিন্দু মন্ত্রী। তাই তাঁর এই শপথ গ্রহণ নিয়ে শুরু হল জোর চর্চা। গীতার উপর হাত রেখে শপথ নেন তিনি। গীতায় হাত রেখে শপথ নেওয়ার তাঁর ছবি বহু ভারতীয়দের মন ছুঁয়ে দিল।
কানাডার বিদেশমন্ত্রীর পদে অনিতার অভিষেকের পর ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক কোন দিকে মোড় নেবে, আপাতত সেদিকেই সকলের নজর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)