City-killer Asteroids: ধাক্কা লাগলেই সাক্ষাৎ মৃত্যু! পৃথিবীর কানের কাছে ঘুরঘুর করছে ভয়ংকর ধ্বংসশক্তিময় ২০ গ্রহাণু!
20 City killer Asteroids May Hit Earth: এক একটি গ্রহাণু এক একটি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা রাখে। এই সব গ্রহাণুকে 'নগর হত্যাকারী' বলে উল্লেখ করা হচ্ছে। আশঙ্কা, মহাকাশের এই ঘূর্ণায়মান শিলাপাথরগুলি কোনো একদিন আমাদের গ্রহের সঙ্গে সংঘর্ষ বাধাবে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজ্ঞানীরা সম্প্রতি শুক্র গ্রহের কাছাকাছি ঘুরতে থাকা ২০টি বড় আকারের গ্রহাণু (City-killer asteroids) শনাক্ত করেছেন। যেগুলির ভবিষ্যতে পৃথিবীতে আঘাত করার (Hitting Earth without Warning) আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই গ্রহাণুগুলির মধ্যে কোনও একটিরও যদি পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগে, তবে কয়েকমিনিটের মধ্যেই নেমে আসবে বিশাল ধ্বংস।
সিটি কিলার
এক একটি গ্রহাণু এক একটি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা রাখে। গ্রহাণুগুলিকে 'নগর হত্যাকারী' বলে উল্লেখ করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, মহাকাশের এই ঘূর্ণায়মান শিলাপাথরগুলি কোনো একদিন আমাদের গ্রহের সঙ্গে সংঘর্ষ বাধাবে।
'অর্ধ-চাঁদ' এবং
ব্রাজিলের সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা এই গ্রহাণুগুলি নিয়ে রিসার্চ করেছেন। তাঁরা আবিষ্কার করেছেন, ওই সব গ্রহাণুগুলি শুক্র গ্রহের কাছাকাছি প্রদক্ষিণ করছে। এর মধ্যে 'ট্রোজান' নামের একটি গ্রহাণুও রয়েছে। এটি গ্রহের কক্ষপথে স্থিতিশীল অবস্থানে আছে। এছাড়াও, রয়েছে 'জুজভে' নামের এক 'অর্ধ-চাঁদ'! এই গ্রহাণুগুলির বৈশিষ্ট্য হল, এদের অনিয়মিত কক্ষপথ। কোনও গ্রহের চারপাশে কোনও এক নির্দিষ্ট পথ এরা অনুসরণ করে না। আর ঠিক সেই জন্যই এদের ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে। তবে তার মধ্যেও এই কাজটি বিজ্ঞানীরা করতে পেরেছেন।
বিজ্ঞানীরা মনে করেন, আলোচ্য গ্রহাণুগুলি মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণু-বেল্ট থেকে উদ্ভূত। এদের ব্যাস ১৪০ মিটারেরও বেশি। এদের যে কোনো একটির সঙ্গে সংঘর্ষ হলে এ পৃথিবীর যে কোনও শহর জুড়ে নেমে আসতে পারে ধ্বংসযজ্ঞ।
মাধ্যাকর্ষণ শক্তি
তবে বাঁচোয়া যে, বর্তমানে এই গ্রহাণুগুলি পৃথিবী থেকে অনেকটাই দূরে অবস্থিত। তাই এই মুহূর্তে তারা কোনও সমস্যা তৈরি করছে না। তবে এ-ও ঠিক, শুক্র আমাদের গ্রহ থেকে মাত্র ৪ কোটি কিলোমিটার দূরে। গ্রহাণুগুলি সামান্য স্থানান্তরিত হলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তাদের পৃথিবীর বুকে টেনে আনতেও পারে। আর তখনই ঘটতে পারে মহা বিপর্যয়।
এই গ্রহাণুগুলির মধ্যে কিছু আবার আঁকাবাঁকা গতিপথ অনুসরণ করে চলে। একমাত্র পৃথিবীর কাছে এলেই এরা দৃশ্যমান হয়। বাকি সময়ে এদের দেখা যায় না, কারণ সূর্যের উজ্জ্বলতা তাদের আড়াল করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)