‘মুর্খের স্বর্গে বাস করবেন না, মালা নিয়ে বসে নেই রাষ্ট্রসংঘ’, কাশ্মীর নিয়ে দেশবাসীকে বার্তা পাক বিদেশমন্ত্রীর

কাশ্মীর ইস্যুতে ভারতে বিরুদ্ধে দাঁড়াতে অস্বীকার করেছে দুনিয়ার অধিকাংশ ইসলামি দেশ। এতে জোর ধাক্কা খেয়েছে পাকিস্তান

Updated By: Aug 13, 2019, 11:07 AM IST
‘মুর্খের স্বর্গে বাস করবেন না, মালা নিয়ে বসে নেই রাষ্ট্রসংঘ’, কাশ্মীর নিয়ে দেশবাসীকে বার্তা পাক বিদেশমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: ভারতের বিরুদ্ধে সমর্থন আদায় করতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছে পাকিস্তানের। এক সপ্তাহেই সত্যিটা বুঝে গেলেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ কিছুই করবে না। দেশবাসীকে সাফ জানিয়ে দিলেন কুরেশি।

আরও পড়ুন-ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু; অভিযোগ না নেওয়ায় ফাঁড়িতে হামলা উন্মত্ত জনতার, রণক্ষেত্র রতুয়া

মুজাফফরাবাদে এক সাংবাদিক সম্মেলনে দেশবাসীর উদ্দেশ্য কুরেশি বলেন, মুর্খের স্বর্গে বাস করবেন না। কোনও কিছুতে আবেগ দেখানো খুবই সোজা। কিন্তু তা আন্তর্জাতিক প্রেক্ষাপটে বোঝা ও তা এগিয়ে নিয়ে যাওয়া খুবই জটিল বিষয়ে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ আমাদের জন্য মালা নিয়ে বসে নেই। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে পাকিস্তান রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ গেলে তাতে সাড়া নাও দিতে পারে তারা। ভারত অনেক বড় বাজার। সেক্ষেত্রে দুনিয়ার মুসলিম দেশগুলি পাকিস্তানের ডাকে সাড়া নাও দিতে পারে।

আরও পড়ুন-৩৭০ ধারা:  আজ সুপ্রিম কোর্টে জম্মু কাশ্মীরের বিধিনিষেধ প্রত্যাহার মামলার শুনানি

উল্লেখ্য, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করার পর ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আঙিনায় আদাজল খেয়ে বিরোধিতায় নেমেছে পাকিস্তান। তবে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তারা এর মধ্যে নেই। পাশাপাশি রাষ্ট্রসংঘও জানিয়ে দিয়েছে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়ে হস্তক্ষেপ করবে না। অন্যদিকে, এই ইস্যুতে ভারতে বিরুদ্ধে দাঁড়াতে অস্বীকার করেছে দুনিয়ার অধিকাংশ ইসলামি দেশ। এতেই জোর ধাক্কা খেয়েছে পাকিস্তান। সেই হতাশাই বেরিয়ে এল পাক বিদেশমন্ত্রীর মুখ থেকে।

.