Trump on Kashmir: মিটতে চলেছে কাশ্মীর-সমস্যা? সংঘর্ষবিরতির জন্য দু'দেশের ঢালাও প্রশংসা করে কাশ্মীর নিয়ে এ কী বললেন ট্রাম্প?

Donald Trump on India-Pakistan Ceasefire and Kashmir: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাক দুপক্ষের সঙ্গেই আলোচনায় বসতে আগ্রহী তিনি। 'কাশ্মীর সমাধানে আমি আগ্রহী', জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, সংঘর্ষবিরতি নিয়ে ভারত-পাকিস্তানের ভূমিকায় গর্বিত বলে জানিয়েছেন ট্রাম্প। আর কী বললেন তিনি?

সৌমিত্র সেন | Updated By: May 11, 2025, 01:08 PM IST
Trump on Kashmir: মিটতে চলেছে কাশ্মীর-সমস্যা? সংঘর্ষবিরতির জন্য দু'দেশের ঢালাও প্রশংসা করে কাশ্মীর নিয়ে এ কী বললেন ট্রাম্প?
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'কাশ্মীর সমাধানে (kashmir solution) আমি আগ্রহী', জানিয়ে দিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump)। শুধু তাই নয়, তিনি সংঘর্ষবিরতি (India-Pakistan Ceasefire) নিয়ে ভারত-পাকিস্তানের ভূমিকায় গর্বিত বলে জানিয়েছেন। জানিয়েছেন, তিনি দু দেশের সঙ্গেই বাণিজ্যে আগ্রহী। দুপক্ষের সঙ্গে আলোচনায় বসতেও আগ্রহী। 'POK' একটা বড় ধরনের কাঁটা হয়ে রয়ে গিয়েছে ভারতের গলায়। সেই কাঁটা কি এবার নামবে ভারতের গলা থেকে? পড়শির সঙ্গে মিটবে দ্বন্দ্ব?

আরও পড়ুন: India Pakistan War: পরমাণু-অস্ত্র কমিটির জরুরি বৈঠক পাকিস্তানে? মিথ্যাচারী পাকিস্তান কি পরমাণুযুদ্ধের দিকেই যাচ্ছে? NFU কি...

আরও পড়ুন: Baba Vanga Predictions on India Pakistan War: যুদ্ধের অত্যাশ্চর্য ফল! বাবা ভাঙ্গার সঙ্গে মিলে গেল স্বামী যোগেশ্বরানন্দের ভবিষ্যদ্বাণীও! ৩০ মে'র পরেই...

মার্কিন চাপ

গতকাল থেকেই পাকিস্তানের উপরই চাপ দিচ্ছিল বিশ্ব। প্রথম প্রক্রিয়া শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রই। মার্কিন দেশ থেকে ফোন এসেছিল পাকিস্তানে। পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনিরকে ফোন করে কড়া বার্তা দিয়েছিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছিলেন তিনি। ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনার আহ্বানও জানিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব। আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে এ কথা জানিয়েছিলেন।

ভারত-পাক সম্পর্ক

চলতি সপ্তাহেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন আমেরিকার বিদেশ সচিব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও আলাদা করে কথা বলেছেন তিনি বলে খবর। সেই সময়েও ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমন করতে প্রয়োজেনে আলোচনা জরুরি-- এই বার্তাও দিয়েছিলেন মার্কো। তখনই একই বার্তা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিয়াভিট বলেছিলেন, যত দ্রুত সম্ভব দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমন চান প্রেসিডেন্ট। তবে ভারত-পাকিস্তানের এই ইস্যুতে আমেরিকা নাক গলাবে না-- এমন কথাও এর আগে বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

উল্লসিত ট্রাম্প

তবে সংঘর্ষবিরতির আলোচনা হতেই উল্লসিত ট্রাম্প বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন ভারত-পাকিস্তানের এই সংঘর্ষবিরতির ঘটনায় আমেরিকার ভূমিকা আছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তানের ভূমিকায় তিনি গর্বিত। ট্রাম্প বলেন, 'হাজার বছর পরে যদি কাশ্মীর সমস্যার সমাধান করা যায়, তবে তার চেয়ে ভালো কিছু হয় না।' তিনি ভারত ও পাকিস্তান দুই দেশেরই নেতৃত্ববর্গকে ধন্যবাদ দিয়েছেন, বলেছেন, ভগবান ওঁদের আশীর্বাদ করুন।

ট্রাম্প বলেছেন ঠিকই। তবে কাশ্মীর ইস্যু এত সহজে কি নিষ্পত্তি হওয়ার জিনিস? সংশ্লিষ্ট মহল জানাচ্ছেন, মনে হয় না। তা ছাড়া ভারত এটা হয়তো তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখতে চাইবে। হয়তো আমেরিকা বা অন্য় কোনও দেশের মধ্যস্থতায় সে রাজি হবে না। উল্টো দিকে, পাকিস্তান এ বিষয়ে কী ভাবছে, সেটাও একটা ব্য়াপার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.