What is Golden Dome Explained: অবিশ্বাস্য! ১,৪৯,৭২,০১,৯৪,৪০,০০০ টাকা খরচে ট্রাম্পের 'গোল্ডেন ডোম'! এবার মহাকাশেও আমেরিকার অস্ত্র...
Golden Dome first US weapon in space: 'গোল্ডেন ডোম' কী? কীভাবে কাজ করবে? এই 'গোল্ডেন ডোম' তৈরিতে মোট কত খরচ হবে? কে থাকবেন এই 'গোল্ডেন ডোম'-এর নেতৃত্বে? এই 'গোল্ডেন ডোম'-এর সঙ্গে যোগসূত্র রয়েছে ইজরায়েলেরও! কীভাবে?


What is Golden Dome: 'গোল্ডেন ডোম' (Golden Dome)! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া মিশন! তাও আবার মহাকাশে! মঙ্গলবার এই 'গোল্ডেন ডোম' মিসাইল শিল্ডকে (Golden Dome missile shield) বিশ্বের সামনে প্রকাশ করেন ট্রাম্প। এই 'গোল্ডেন ডোম' মিসাইল শিল্ড হবে মহাকাশে প্রথম মার্কিন অস্ত্র! ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় যার পরিকল্পনা করেছেন ট্রাম্প (Donald Trump)।
'গোল্ডেন ডোম' কী ও কীভাবে কাজ করবে?
মহাকাশে প্রথম মার্কিন অস্ত্র হতে যাচ্ছে এই 'গোল্ডেন ডোম' (Golden Dome first US weapon in space)। স্থল-ভিত্তিক যে প্রতিরক্ষা ক্ষমতা রয়েছে, তার সঙ্গেই একসঙ্গে কাজ করবে 'গোল্ডেন ডোম'। এর লক্ষ্য হল প্রচলিত যুদ্ধ বা পারমাণবিক হামলা যদি হয়, তখন ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল ও ড্রোন হামলার হাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করা। এর মধ্যে থাকবে মহাকাশ-ভিত্তিক সেনসর এবং ইন্টারসেপটর।
'গোল্ডেন ডোম'-এর খরচ
প্রায় ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার মানে ভারতীয় মুদ্রায় ১,৪৯,৭২,০১,৯৪,৪০,০০০ টাকা ব্যয়ে তৈরি হবে এই 'গোল্ডেন ডোম'। প্রাথমিকভাবে ২৫ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছেন ট্রাম্প। আগামী ৩ বছরের মধ্যে এটির কাজ শেষ হবে ও কার্যকর হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, আগামী প্রজন্মকে আকাশ হামলার হাত থেকে রক্ষা ও মোকাবিলা করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ।
'গোল্ডেন ডোম' প্রকল্পের নেতৃত্বে কে?
মার্কিন মহাকাশ বাহিনীর জেনারেল মাইকেল গুয়েতলিন এই প্রকল্পের নেতৃত্ব দেবেন। গুয়েতলিন একজন ফোর-স্টার প্রাপ্ত অফিসার। ২০২১ সালে তিনি মহাকাশ বাহিনীতে যোগদান করেন। তার আগে ৩০ বছর তিনি মার্কিন বায়ুসেনায় ছিলেন। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও মহাকাশ ব্যবস্থায় বিশেষজ্ঞ গুয়েতলিন।
'গোল্ডেন ডোম'-এর আওতায় থাকা দেশ
'গোল্ডেন ডোম' যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রকে আকাশপথে সমস্ত রকম হামলার হাত থেকে বাঁচাবে তাই নয়, মার্কিনি 'গোল্ডেন ডোম'-এ আগ্রহ দেখিয়েছে পড়শি দেশ কানাডাও। ট্রাম্পের কথায়, "তারাও সুরক্ষা পেতে চায়।"
'গোল্ডেন ডোম'-এর পিছনে ইজরায়েলের আয়রন ডোম!
মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশে এই 'গোল্ডেন ডোম'-এর পরিকল্পনার পিছনে রয়েছে ইজরায়েলের আয়রন ডোম! যা কিনা ২০১১ সাল থেকে প্যালেস্টাইনের সঙ্গে সংঘর্ষে ইজরায়েলকে হাজার হাজার স্বল্প-পাল্লার রকেট, অন্যান্য প্রজেক্টাইল ও ড্রোন হামলার হাত থেকে রক্ষা করেছে। এরপরই ২০২২ সালে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পর্যালোচনায় উঠে আসে রাশিয়া এবং চিনের ক্রমবর্ধমান হুমকির বিষয়টি।
'গোল্ডেন ডোম'-এর বিরোধিতায় রাশিয়া-চিন
উল্লেখ্য, 'গভীরভাবে অস্থিতিশীল' আখ্যা দিয়ে এই 'গোল্ডেন ডোম' বিষয়টির বিরোধিতা করেছে রাশিয়া-চিন। তাদের কথায়, এর ফলে মহাকাশও 'যুদ্ধক্ষেত্রে' পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)