#উত্সব: ঢাক-কাসর ঘণ্টা-নাচে এবারেও মাতোয়ারা এডিনবরায় 'সাবাশ'-র পুজো

অষ্টম বর্ষে পদার্পন করা এডিনবার্গ দুর্গোৎসব প্রাঙ্গনে কখনো চোখে পড়ে গ্রামবাংলা, কখনওবা সাবেকিয়ানা

Updated By: Oct 13, 2021, 10:08 PM IST
#উত্সব: ঢাক-কাসর ঘণ্টা-নাচে এবারেও মাতোয়ারা এডিনবরায় 'সাবাশ'-র পুজো

নিজস্ব প্রতিবেদন: যুক্তরাজ্যের মাটিতে বসন্ত এখন বিদায়বেলায়। ব্রিটেনের মাটিতে শিউলি, কাশফুল না থাক, বসন্তের অপরাহ্ন জানান দিচ্ছে 'মা আসছেন'। মহিষাসুরমর্দিনীর সুর বেজে ওঠার সঙ্গেই যুক্তরাজ্যের মাটিতে ধারাবাহিকতা বজায় রেখেই স্কটল্যান্ডের "সাবাশ" (স্কটিশ এসোসিয়েশন অফ বেঙ্গলি আর্টস এন্ড হেরিটেজ ) কমিটির আয়োজনে "বেলফিল্ড কমিউনিটি সেন্টার" মণ্ডপ প্রাঙ্গনে বইছে আগমনীর সুর।

আরও পড়ুন-Alapan-র বিরুদ্ধে পদক্ষেপ কেন্দ্রের; Mamata-কে খোঁচা Suvendu-র

প্রতিবছর ইউনাইটেড কিংডমের ষাটের বেশি পুজো কমিটির রেষারেষি থাকে বেশ তুঙ্গে। বয়সে নবীন হলেও  এডিনবরা দুর্গোৎসবের কথা এখন বাংলাতেও ছড়িয়ে পড়েছে। সময়টা ২০১৬। স্কটল্যান্ডের কয়েকজন প্রবাসী বাঙালির হাত ধরে এ পুজোর সূচনা হয়েছিল। তৈরি হয়েছিল  "সাবাশ"কমিটির দুর্গোৎসব। পর পর ২ বছর অতিমারীর কবলে এক এক করে ব্রিটেনের অনেক মণ্ডপে নেমেছিল অকাল আঁধার, তাতে সামিল ছিল এডিনবার্গ এর পুজো কমিটিও। তবুও চেষ্টা ছিল। পুজো উদ্যোক্তারা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে মিলিয়ে ছিলেন সবাইকে।

অতীত যাই হোক এডিনবার্গের এবছরের পুজোর ছবিটা একেবারে অন্যরকম। এখানে দুর্গাপুজোর প্রতিটা দিন সাজছে আগমনীর সুরে। এবারে স্কটল্যান্ডের "বেলফিল্ড কমিউনিটি সেন্টার" এ  ঢাকে কাঠি পড়ল, যাবতীয় কোভিড প্রটোকল মেনে। 

অষ্টম বর্ষে পদার্পন করা এডিনবার্গ দুর্গোৎসব প্রাঙ্গনে কখনো চোখে পড়ে গ্রামবাংলা, কখনওবা সাবেকিয়ানা। বাংলা ও বাঙালির যুগলবন্দি ব্যাপারটা প্রতিবারই জমজমাট থাকে এইপুজো মণ্ডপে। মায়ের বোধন, অঞ্জলী, সন্ধিপুজো, কুমারী পুজো সেরে মাকে আবার কৈলাশের পথে বিদায় দেওয়া। প্রতিবছর এডিনবার্গ দুর্গোৎসবের এমন ছবিটা প্রবাসে বসেও ভাবায় বাংলার কথা। 

আরও পড়ুন-Drug Case: শুনানিই স্থগিত, আপাতত শাহরুখ-পুত্রের ঠিকানা আর্থার রোড জেল
 
এডিনবার্গ দুর্গোৎসব সবার নজর টানে বার বার ছোট্ট পরিবেশে একটুকরো বাংলাকে ধরে রাখার প্রয়াসমাত্র। এবারেও নাটক, গান, আবৃত্তি, আড্ডা, বিতর্ক নিয়ে ষষ্ঠী থেকে দশমীর সংস্কৃতিক সন্ধ্যা জমজমাট। এবছর পুজোর শেষে প্রসাদ আর ভোগ বিতরণের ব্যবস্থাটাও অন্যরকম, মণ্ডপ প্রাঙ্গনে প্রবেশের সংখ্যাটা থাকছে সীমিত। লকডাউন উঠে গেলেও অতিমারীর কথা ভেবেই এবারের এই সিদ্ধান্ত। 

উৎসব আনন্দ পুজোর রঙিন পরিবেশ শঙ্খ, উলুধ্বনি, ঢাক কাসর, ধুনুচি নাচে এবারেও মাতোয়ারা "বেলফিল্ড কমিউনিটির " মঞ্চের "সাবাশের" পুজো। প্রবাসে থেকে নিপুন নিষ্ঠার সাথে এক একটা দিন সাজিয়ে যাচ্ছেন পুজো উদ্যোক্তারা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.