নিজের মেয়েকে বিয়ে করাও শরিয়া বিরোধী নয়, নিদান এই মুসলিম ধর্মগুরুর

Updated By: Nov 8, 2017, 08:52 AM IST
নিজের মেয়েকে বিয়ে করাও শরিয়া বিরোধী নয়, নিদান এই মুসলিম ধর্মগুরুর

নিজস্ব প্রতিবেদন: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে জন্মানো মেয়েকে বিয়ে করে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন বাবা। এমনই চাঞ্চল্যকর নিদান দিলেন জনপ্রিয় মিশরীয় ধর্মগুরু মাজেন-আল-শেরশাওই। তাঁর দাবি, যেহেতু বিবাহবহির্ভূত সন্তানের আইনি বৈধতা নেই তাই তাঁকে বিয়ে করায় কোনও বাধা নেই ইসলামে। 

সম্প্রতি এহেন নিদান দিয়ে ২০১২ সালে এক ভিডিও প্রকাশ করেন ওই ধর্মগুরু। সম্প্রতি তা ভাইরাল হয়েছে। ইতিমধ্যে সেই ভিডিও ঘিরে ঝড় উঠেছে গোটা বিশ্বে। তাঁর বক্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন প্রায় সবাই। 

আদিম এই নিদান দেওয়ার পিছনে ইসলামিক পণ্ডিত ইমাম আল সফিকে শিখণ্ডি খাড়া করেছেন তিনি। শেরশাওই-র দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কের ফলে জন্মানো মেয়ে আসলে মেয়েই নয় বলে মত দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন - চাঁদের ওপর আন্তর্জাতিক স্পেস স্টেশনের ছবি তুললেন মার্কিন কিশোর

মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন মাজেন-আল-শেরশাওই। তাঁর দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে জন্মানো সন্তান বাবার নাম বহন করে না। তাই তাকে আধিকারিকভাবে সন্তান বলা যেতে পারে না।

 

.