New Twitter CEO: ট্যুইটারের নতুন সিইও-র নাম ঘোষণা করলেন এলন! দেখে আক্কেল গুড়ুম সকলের...
New Twitter CEO: ট্যুইটারের মালিকানা নিয়েই ট্যুইটারের সেই সময়ের সিইও পরাগ আগরওয়ালকে ছেঁটে ফেলেছিলেন এলন মাস্ক। তারপর থেকে ট্যুইটার সিইও-বিহীনই ছিল। মাস্ক এবার ঘোষণা করেছেন, এতদিনে নতুন সিইও পেল ট্যুইটার। কে সেই সিইও? সেটা জানতেই কৌতূহলী সারা পৃথিবী, বিশেষ করে কর্পোরেট-বিশ্ব।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্যুইটারের মালিকানা নিয়েই ট্যুইটারের সেই সময়ের সিইও পরাগ আগরওয়ালকে ছেঁটে ফেলেছিলেন এলন মাস্ক। তারপর থেকে ট্যুইটার সিইও-বিহীনই ছিল। মাস্ক এবার ঘোষণা করেছেন, এতদিনে নতুন সিইও পেল ট্যুইটার। কে সেই সিইও? সেটা জানতেই কৌতূহলী সারা পৃথিবী, বিশেষ করে কর্পোরেট-বিশ্ব। এবং সেটা জানতে গিয়েই আক্কেল গুড়ুম সকলের। ট্যুইটারের সিইও-পদে বসছে একটি কুকুর। 'ফ্লকি'। 'ফ্লকি' এলনের পোষা কুকুর। এলন মনেও করেন, তাঁর পোষ্য আগের সিইও-র চেয়ে অনেক ভালো হবে!
ব্রিডের দিক থেকে 'ফ্লকি' শিবা ইনু জাতের কুকুর। মাস্ক তাঁর কোম্পানির নতুন সিইও-র ছবিও শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে, 'ফ্লকি' সিইও-র চেয়ারে বসে আছে। তার পরনে কালো টি-শার্ট। তার উপর ইংরেজিতে 'সিইও' লেখা। তার সামনের টেবিলে কিছু ডকুমেন্টও পড়ে আছে। সেই কাগজপাতির উপর 'ফ্লকি'র প্য-প্রিন্ট'ও দেখা যাচ্ছে। ট্যুইটারের লোগো-সহ একটি ছোট্ট ল্যাপটপও খোলা আছে তার সামনে, যেন সে এখনই কোনও গুরুত্বপূর্ণ মেল পাঠাবে।
আরও পড়ুন: Mammoths Back: পাহাড়ের মতো দেখতে দানবাকৃতি ভয়ংকর সেই ম্যামথেরা ফিরছে পৃথিবীতে?
এই ছবি শেয়ার করে এলন লিখেছেন-- 'দ্য নিউ সিইও অফ ট্যুইটার ইজ অ্যামেজিং'। আর অন্য আর একটি ট্যুইটে এলন লেখেন-- অন্যদের চেয়ে এই সিইও অনেকটাই বেটার। এখানে 'অন্যদের চেয়ে' বলতে তিনি পরাগ আগরওয়ালকেই বুঝিয়েছেন বলে মত সংশ্লিষ্ট মহলের।