জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রাম্পের হামলার প্রত্যাঘাত। ইসরায়েলে পালটা হামলা চালাল তেহরান। দুই দফায় তেল আভিভ এবং হাইফাতে ২৭ টি ক্ষেপনাস্ত্র ছোঁড়ে ইরান। এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) জানিয়েছে, এই হামলার জেরে গোটা ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে।
ট্রাম্প ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে হামলা চালায়। হামলার কয়েক ঘণ্টার পর ইসরায়েলে হামলা হানে ইরান। সোশ্য়াল মিডিয়ায় একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, তেল আভিভ ঘন ধোঁয়ায় ঢেকে গিয়েছে। রাস্তায় কোনও লোক নেই। অনেক গাড়ি এলোমেলোভাবে দাঁড়িয়ে, দেখে মনে হচ্ছে ক্ষেপণাস্ত্র হামলার সময় স্থানীয় মানুষজন আশ্রয় নেওয়ার জন্য দ্রুত প্রাণ বাঁচাতে পালিয়েছেন।
আরও পড়ুন:Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে হামলাকারীদের আশ্রয় দিয়েছিল এরাই! জেরায় দুই ধৃতের চাঞ্চল্যকর বয়ান...
ইসরায়েলের উদ্ধারকারী সংস্থাগুলির মতে, ইরানের হামলায় মধ্য ইসরায়েলের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ইরান জানিয়েছে তারা ইসরায়েলের একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দর-ও রয়েছে।
শনিবার গভীর রাতে, রাত ২টো নাগাদ ইরানে তিনটি পরমাণু কেন্দ্র ফোরদো, নাতানজ ও ইসফাহানে এয়ার স্ট্রাইক করেছে ট্রাম্প। মার্কিন B-2 স্পিরিট বোমারু বিমান প্রায় ৩৭ ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্রের মিজৌরি রাজ্য থেকে একটানা উড়ে গিয়ে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালায়। এই হামলাকে ডোনাল্ড ট্রাম্প 'অত্যন্ত সফল হামলা' বলে বর্ণনা করেছেন।
আরও পড়ুন:Iran Israel War: 'প্রত্যেক আমেরিকান এখন আমাদের টার্গেট!', ট্রাম্পের হামলার পর খামেইনির হুংকার...
হামলা হানার পর ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিয়ে জানান, ইরান শান্তি আলোচনায় না বসলে তাদের উপর আরো হামলা চালানো হবে। তিনি বলেন, 'হয় শান্তি প্রতিষ্ঠা হবে, নাহলে ইরানের ওপর আরো অনেক বড় হামলা করা হবে যা গত আটদিনে তারা দেখেনি।' এই ভাষণ দেওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় দফায় হুমকি দিয়েছেন ইরানকে। তিনি জানিয়েছেন যে, ইরান এই হামলার জবাবে পাল্টা হামলা করলে ‘আরো তীব্র মাত্রার’ হামলা করবে যুক্তরাষ্ট্র।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)