জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বয়স একটি সংখ্যামাত্র, প্রবল ইচ্ছাশক্তি থাকলে কোনো কাজেই বয়স কখনও বাধা হতে পারে না। হামেশাই এ কথাগুলি আমরা অনেককেই বলতে শুনি। তবে ইতালির জিউসেপ্পে প্যাতের্নো এ কথাটিকে নিজের জীবনে বাস্তব প্রমাণ করে দেখিয়েছেন। ৯৮ বছর বয়সেও তিনি পড়াশোনা করছেন। শুধু তাই নয়, অর্জন করেছেন স্নাতকোত্তর ডিগ্রি। এই মুহূর্তে তাঁকেই বলা হচ্ছে ইতালির সবচেয়ে বয়স্ক শিক্ষার্থী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতালির ইউনিভার্সিটি অব পালের্মো থেকে সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন জিউসেপ্পে। তাঁর বিষয় ছিল ইতিহাস ও দর্শন। দুই বছর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতক ডিগ্রিও অর্জন করেছিলেন তিনি। 


দু'বছর আগেই জিউসেপ্পে তখনই ইতালির সবচেয়ে বয়স্ক শিক্ষার্থীর উপাধি পেয়েছিলেন তিনি। এবার তো তাঁর শিক্ষাজীবনে নতুন আরেকটি পালক সংযুক্ত করলেন তিনি। ফলে শতবর্ষ ছুঁতে যাওয়া প্যাতের্নোই এখন ইতালির সবচেয়ে বয়স্ক শিক্ষার্থী।


নবতিপর প্যাতের্নোর পরিবারের পক্ষ থেকে সামাজিক সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানানো হয়েছে, শুধু ৯৮ বছর বয়সে ডিগ্রি অর্জন করেই রেকর্ড গড়েননি প্যাতের্নো; তিনি তাঁর ব্যাচে সর্বাধিক নম্বরও পেয়েছেন। এটাও এক অনন্য অর্জন। বহুকাল মনে রাখার মতো।


এই বয়সে পড়াশোনার মতো কঠিন কাজও নির্বিঘ্নে করেন প্যাতের্নো। ভীষণ পরিশ্রম করতে পারেন, বিশ্রাম নিতে চান না। তাঁর পরিবার জানিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর এখন নতুন পরিকল্পনা করছেন প্যাতের্নো। এরপর তিনি একটি উপন্যাস লিখতে চান। এ জন্য নিজের পুরনো টাইপরাইটার ঝেড়েমুছে পরিষ্কার করেছেন।


সিসিলির এক দরিদ্র পরিবারে প্যাতের্নোর জন্ম। শৈশব থেকেই পড়াশোনা করতে পছন্দ করতেন তিনি। বই নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতেন। কিন্তু আর্থিক সংগতি না থাকায় তরুণ বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেননি তিনি। অবশেষে সেই খামতি পুষিয়ে নিলেন। শুধু পুষিয়েই নিলেন না, রীতিমতো রেকর্ডও করে ফেললেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: এবার থেকে প্রাণঘাতী সব রোগের জন্য প্রস্তুত থাকতে হবে মানুষকে! কেন বলল WHO...